IPL 2023: 'স্কুল থেকেই আমাকে পছন্দ করত ও', অশ্বিনের 'প্রেমের কাহিনি' শোনালেন তাঁর স্ত্রী প্রীতি

<p style="text-align: justify;"><strong>চেন্নাই:</strong> ভারতীয় ক্রিকেট দলের তারকা অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন। বয়স বাড়লেও এখনও যে তাঁর স্পিনের ধার কমেনি তা <a title="আইপিএল" href="https://bengali.abplive.com/topic/ipl-2022" data-type="interlinkingkeywords">আইপিএল</a>ে রাজস্থান রয়্যালসের জার্সিতে বারবার বোঝাচ্ছেন এই তামিল ক্রিকেটার। এবার মাঠের বাইরে অশ্বিনের এক অন্য গল্প শোনালেন তাঁর স্ত্রী প্রীতি অশ্বিন। প্রাক্তন ভারতীয় ব্যাডমিন্টন তারকা সানিয়া মির্জার সঙ্গে এক সাক্ষাৎকারে প্রীতি জানান, স্কুলজীবনে ক্রিকেটার অশ্বিনের প্রেমিক অশ্বিন হয়ে ওঠার গল্প।&nbsp;</p>
<p style="text-align: justify;"><strong>অশ্বিনের ‘প্রেমের কাহিনি'</strong></p>
<p style="text-align: justify;">অশ্বিনের স্ত্রী প্রীতি বলেন, ”স্কুলজীবন থেকেই আমরা একে অপরকে চিনতাম। বড় হয়ে আমরা আবার দেখা করি। আমি একটা ইভেন্ট কোম্পানিতে কাজ করতাম। অশ্বিনের আমার প্রতি ক্রাস ছিল, আর এটা গোটা স্কুল জানত। ও ক্রিকেট নিয়ে কেরিয়ার গড়তে চেয়েছিল, তাই স্কুল ছাড়ার পর আমাদের সেই অর্থে দেখা সাক্ষাৎ কমে গিয়েছিল। কখনও জন্মদিনের পার্টিতে তো কখনও প্রতিবেশী হিসেবে দেখা হত। সিএসকে-র অ্যাকাউন্ট দেখতাম যখন, তখন ফের আমার অশ্বিনের সঙ্গে দেখা হয়। তখন রীতিমতো ৬ ফুটের অশ্বিনকে দেখতে পেলাম। অবাক হয়ে গিয়েছিলাম। তবে সপ্তম শ্রেণি থেকেই আমরা একে অপরকে চিনতাম।”</p>
<p style="text-align: justify;">কিন্তু কীভাবে প্রেমের প্রস্তাব এসেছিল? প্রীতি বলেন, ”আমাকে একবার ও ক্রিকেট মাঠে নিয়ে গিয়েছিল। সেখানে গিয়েই ও বলে যে আমি তোমাকে স্কুল জীবন থেকেই পছন্দ করতাম। ১০ বছর কেটে গেলেও এখনও সেই ভাললাগাটা আছে। আমরা একবার পরবর্তী জীবন একসঙ্গে থাকা নিয়ে ভাবতে পারি কি?”</p>
<p style="text-align: justify;"><strong>আজ কলকাতার সামনে হায়দরাবাদ</strong></p>
<p style="text-align: justify;">রাজীব গাঁধী আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ সানরাইজার্সের বিরুদ্ধে খেলতে নামবে কেকেআর। তার আগে অবশ্য এই দুই দলের আগের ম্যাচের ফলাফলের ইতিহাস ঘাটলে দেখা যাবে কমলা জার্সিধারীদের থেকে কিন্তু অনেকটাই এগিয়ে এখানে কলকাতা শিবির। এবারের টুর্নামেন্টে প্রথম সাক্ষাতে কলকাতার ঘরের মাঠে কলকাতাকে হারিয়ে এসেছে সানরাইজার্স। কিন্তু আইপিএলের ১৬ বছরে ২ দলের সাক্ষাতের পরিসংখ্য়ান কী বলছে?</p>
<p><a title="আইপিএল" href="https://bengali.abplive.com/topic/ipl-2022" data-type="interlinkingkeywords">আইপিএল</a>ে এখনও পর্যন্ত সানরাইজার্স ও&nbsp;<a title="কেকেআর" href="https://bengali.abplive.com/topic/kkr" data-type="interlinkingkeywords">কেকেআর</a>&nbsp;মোট ২৪ ম্যাচে পরস্পর মুখোমুখি হয়েছে। তার মধ্যে ১৪ ম্যাচ জিতেছে কলকাতা শিবির। ৯ ম্যাচ জিতেছে সানরাইজার্স হায়দরাবাদ। ১টি ম্যাচ টাই হয়েছিল। হায়দরাবাদের রাজীব গাঁধী স্টেডিয়ামে ২ দলের সাক্ষাতে অবশ্য কেউ কাউকে এক ইঞ্চিও জমি ছেড়ে কথা বলেনি। ৬ ম্য়াচ মুখোমুখি হয়েছে ২ দল। ৩টি করে ম্যাচ জিতেছে ২ টো দলই। ২০১৯ সালে এপ্রিলে এই মাঠে শেষবার ২ দল মুখোমুখি হয়েছিল যখন তখন জয় ছিনিয়ে নিয়েছিল ৯ উইকেটে।&nbsp;</p>