Santanu Banerjee: ২ মেয়ের চাকরি হয়েছিল, আরও কিনতে হুগলি সেই TMCনেতাই শান্তনুকে দেন ১ কোটি ৪০ লক্ষ!

টাকার অঙ্ক ১ কোটি ৪০ লক্ষ। এই টাকা দেওয়া হয়েছিল মোট ২৬ জন চাকরি প্রার্থীর জন্য। তৃণমূলের বহিষ্কৃত যুব নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়কে এই টাকা দিয়েছিলেন হুগলির তৃণমূল নেতা গুণধর খাঁড়ার। ইডি সূত্রে খবর, হাই কোর্টের নির্দেশে ২৬৯ জনের চাকরি যায়। সেই তালিকায় তাঁর দুই মেয়েও ছিলেন। চলতি সপ্তাহেই গুণধরকে ডেকে জিজ্ঞাসাবাদ করে ইডি। জানতে পারে চাকরি কিনতে ওই পরিমাণ টাকা শান্তনুকে দিয়েছিলেন গুণধর। আবারও বৃহস্পতিবার অর্থাৎ আজ তাঁকে তলব করেছে।

গুনধরের দাবি, টাকা দিলেও কারও চাকরি করে দেননি শান্তনু। গ্রেফতার হওয়ার আগে এ নিয়ে তাঁর সঙ্গে একাধিকবার যোগযোগ করেন। কিন্তু কোনও সুরাহা হয়নি। ইডি সূত্রে খবর, শান্তনু এই টাকা নেওয়ার দাবি অস্বীকার করেছেন। তাঁর অভিযোগ, তাঁকে ফাঁসানো হচ্ছে।

ইডি জানাচ্ছে, প্রাইমারি ও আপার প্রাইমারিতে চাকরি দেওয়ার জন্য শান্তনুকে টাকা দেন তিনি। দু’টি ক্ষেত্রে দরও ছিল পৃথক পৃথক। ১০ লক্ষ বা তার বেশিও টাকা নেওয়া হতো চাকরি দেওয়া জন্য। ইডির জিজ্ঞাসাবাদে গুণধর জানিয়েছেন, প্রাইমারিতে চাকরির জন্য ৭ জন এবং আপার প্রাইমারিতে চাকরির জন্য ১৯ জনের টাকা শান্তনুকে দিয়েছিলেন তিনি। সূত্র বলছে, ওই তালিকায় শান্তনুর আত্মীয়ও ছিল।

(পড়তে পারেন। শান্তনুর কীর্তি, চাকরি দেওয়ার নামে তুলেছিলেন ১ কোটি ৪০ লাখ, বিস্ফোরক দাবি ইডির। তার সম্পর্কে বিস্ফোরক অভিযোগ আদালতে পেশ করল ইডি।)

কেন হঠাৎ গুণধরের খোঁজ করল ইডি? চলতি বছরের জানুয়ারি মাসে শান্তনুর বলাগড়ের বাড়িতে গিয়ে তল্লাশি চালায় ইডি। সেই সময় উদ্ধার হয় ৩০০ জনের তালিকা। ইডির দাবি, সেই তালিকায় নাম থাকা বেশ কয়েক জনের চাকরি হয়েছে। কিন্তু এর পর ইডি জানাতে পারে চাকরি দেওয়ার জন্য আরও ২৬ জনের কাছ থেকে টাকা নিয়েছিলেন রাজ্য বিদ্যুৎ বণ্টন নিগমের কর্মী তথা তৃণমূল যুব নেতা শান্তনু। কে দিয়েছিল সেই টাকা খুঁজে বার করে গিয়ে হুগলির তৃণমূল নেতা গুণধর খাঁড়ার খোঁজ পায় ইডি।