Mahavir Phogat: কুস্তিগীররা ন্যায় বিচার না পেলে পদক ফিরিয়ে দেব, সাক্ষীদের আন্দোলনের পাশে দ্রোণাচার্য কোচ মহাবীর

যদি ন্যায় বিচার না পাই তবে মেডেল ফিরিয়ে দেব। যৌন হেনস্থার ঘটনায় অভিযুক্ত WFI প্রধান ব্রিজ ভূষণ শরন সিংয়ের গ্রেফতারির দাবিতে মুখ খুললেন দ্রোণাচার্য কোচ তথা বিখ্যাত কুস্তিগীর মহাবীর সিং ফোগত। আন্দোলনকারী কুস্তিগীরদের পাশে দাঁড়িয়েছেন তিনি। দ্রোনাচার্য পুরস্কারপ্রাপ্ত কোচ মহাবীর সিং ফোগত পরিষ্কার জানিয়ে দিয়েছেন যদি ন্যায় বিচার না পাই তবে পদক ফিরিয়ে দেব।

প্রসঙ্গত এই মহাবীর ফোগত হলেন কুস্তিগীর ববিতা ও গীতা ফোগতের পিতা। তিনি আন্দোলনকারীদের অন্যতম ভিনেশের কাকা।

সেই ২৩ এপ্রিল থেকে দিল্লিতে অবস্থানে বসে রয়েছেন কুস্তিগীররা। তাঁদের মধ্যে অলিম্পিকে পদকপ্রাপ্ত সাক্ষী মালিক ও বজরং পুনিয়া রয়েছেন। বিশ্বচ্যাম্পিয়নশিপে পদকপ্রাপ্ত ভিনেশ ফোগত এই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়েছেন। এক নাবালিকা সহ সাতজন কুস্তিগীরের সঙ্গে যৌন হেনস্থা করার অভিযোগ উঠেছিল রেস্টলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার প্রধান তথা বিজেপি সাংসদ ব্রিজ ভূষণ শরন সিংয়ের বিরুদ্ধে। তাকে গ্রেফতারের দাবিতে এই প্রতিবাদ আন্দোলনে নেমেছেন দেশের বিখ্যাত কুস্তিগীররা।

এবার তাঁদের পাশে দাঁড়ালেন দ্রোনাচার্য পুরস্কারপ্রাপ্ত কোচ মহাবীর সিং ফোগত। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, যদি এই মামলায় ন্যায় বিচার না মেলে তবে আমি আমার পদক ফিরিয়ে দেব।

তিনি সাফ জানিয়েছেন, যে ধরনের অভিযোগ তার বিরুদ্ধে উঠেছে তাতে তার বিরুদ্ধে পদক্ষেপ নিতেই হবে। তাকে গ্রেফতার করতেই হবে। এদিকে বছর তিনেক আগে মহাবীর ফোগতও বিজেপিতেও যোগ দিয়েছিলেন।

তাঁকে প্রশ্ন করা হয়েছিল এই ইস্যুতে কি তিনি সরকার বা তাঁর দলের সঙ্গে কথা বলেছেন? সেই প্রশ্নের উত্তরে তিনি জানিয়েছেন, এই ধরনের কোনও আলোচনা তিনি এখনও করেননি।

এদিকে বুধবার রাতে দিল্লি পুলিশ আন্দোলনকারী কুস্তিগীরদের সঙ্গে দুর্ব্যবহার করেছে বলে তাদের দাবি। এরপর একাধিক কৃতি কুস্তিগীর তাঁদের পদক ফিরিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। এমনকী তাঁরা পদ্মশ্রীর মতো পদকও ফিরিয়ে দিতে চান বলে হুঁশিয়ারি দিয়েছেন।

এদিকে ইতিমধ্য়েই হরিয়ানার বিভিন্ন কুস্তির আখড়া এই আন্দোলনকারীদের পাশে দাঁড়াতে শুরু করেছে। সব মিলিয়ে অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে চাপ ক্রমশ বাড়ছে। বিভিন্ন আখড়ার প্রতিনিধিরাও এবার তাঁদের মতো করে আন্দোলনে নামছেন।