Penumbral Lunar Eclipse 2023 LIVE: শুরু হচ্ছে উপচ্ছায়া চন্দ্রগ্রহণ! দেখে নিন, কখন কোথায় দেখা যাচ্ছে বিরল দৃশ্য

সূর্যগ্রহণের পর এবার বছরের প্রথম চন্দ্রগ্রহণ ঘটতে চলেছে। তবে এটি একটি পেনাম্ব্রাল চন্দ্রগ্রহণ বা উপচ্ছায়া গ্রহণ। এটি প্রায় ৪ ঘণ্টা ১৫ মিনিট স্থায়ী হবে। জেনে নিন গ্রহণের সব তথ্য একদম সরাসরি। 

05 May 2023, 05:22:51 PM IST

ভারতে এই গ্রহণ দেখা যাবে কি?

না, ভারতে আজ এই উপচ্ছায়া চন্দ্রগ্রহণ দেখা যাবে না। এই চন্দ্রগ্রহণ এশিয়া, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ পূর্ব ইউরোপের কিছু অংশে দেখা যাবে। গ্রহণ না হওয়ার কারণে এখানে সূতক কালও হবে না। সূতক সময় অনুপস্থিত থাকায় এখানে পুজো বা কোনও ধর্মীয় কাজে নিষেধাজ্ঞা থাকবে না।

05 May 2023, 05:21:53 PM IST

কখন হবে গ্রহণ

বছরের প্রথম চন্দ্রগ্রহণ হবে আজ। যদিও এটি একটি উপচ্ছায়া গ্রহণ। তবুও এই ঘটনা সম্পর্কে সবাই কৌতূহলী। চন্দ্রগ্রহণের দৃশ্য এতই সুন্দর হতে চলেছে যে সবাই তা ক্যামেরায় বন্দি করতে চান। এই উপচ্ছায়া চন্দ্রগ্রহণ শুরু হবে রাত ৮টা ৪৬ মিনিটে এবং মধ্যরাতের পরে ১ টা ২০ মিনিটে শেষ হবে। এই চন্দ্রগ্রহণের সময়কাল হবে প্রায় ৪ ঘণ্টা ১৫ মিনিট।