IPL 2023: Rohit Sharma Is Struggling Mentally No Problem In Technique Believes Virender Sehwag


মুম্বই: আজ ওয়াংখেড়েতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore) বনাম মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) দ্বৈরথ। আইপিএলের (IPL 2023) লিগ তালিকায় ছয়ে রয়েছে আরসিবি ও আটে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। অবশ্য আরও তিন দলের মতো আরসিবি, মুম্বইয়ের দখলেও বর্তমানে ১০ পয়েন্ট রয়েছে। তাই বাকিদের থেকে খানিকটা দূরত্ব বাড়িয়ে প্লে-অফে পৌঁছনোর দিকে একধাপ এগনোর জন্য আজকের ম্যাচে দুই দলের জয়টা ভীষণ গুরুত্বপূর্ণ।

দুই মহাতারকার ভিন্ন ফর্ম

আরসিবি মুম্বই ম্যাচ মানেই আবার গত দশকে ভারতীয় ক্রিকেটের দুই ব্যাটিং আইকন বিরাট কোহলি (Virat Kohlli) বনাম রোহিত শর্মার (Rohit Sharma) দ্বৈরথ। তবে এ মরসুমের আইপিএলে দুই তারকার ভাগ্য সম্পূর্ণ ভিন্নরকম। একদিকে কোহলি যেখানে ইতিমধ্যেই ৪১৯ রান করে টুর্নামেন্টের পঞ্চম সর্বোচ্চ রানসংগ্রাহক, সেখানে রোহিত শর্মা ব্যাট হাতে বড় রানের ইনিংস খেলতে বারংবার ব্যর্থ হয়েছেন। রোহিত আপাতত টুর্নামেন্টের ১০ ম্যাচে মাত্র ১৮৪ রান করেছেন। তাঁর স্ট্রাইক রেট ১২৬.৯। রোহিত এ মরসুমের একবারই অর্ধশতরান হাঁকিয়েছেন।

সমস্যা টেকনিক নয়, মানসিক

ঠিক কী কারণে মুম্বই ইন্ডিয়ান্স তথা ভারতীয় অধিনায়ক বড় রান করতে ব্যর্থ হচ্ছেন? প্রাক্তন ভারতীয় ওপেনার বীরেন্দ্র সহবাগের (Virender Sehwag) মতে রোহিতের ব্যর্থতাটা কিন্তু তাঁর টেকনিকে ত্রুটি থাকার জন্য একেবারেই নয়, বরং গোটা বিষয়টাই মানসিক। সহবাগ বলেন, ‘রোহিত শর্মার লড়াইটা বোলারদের সঙ্গে নয় বরং ওর নিজের সঙ্গেই। মানসিকভাবে কোথাও সমস্যা হচ্ছে ওর। টেকনিকে কিন্তু কোনওরকম ত্রুটি নেই। আমি এটুকু নিশ্চিত যে একবার ওর ব্যাট চলা শুরু করলে, ও ছন্দে ফিরলেই যেটুকু যা সময় নষ্ট করেছে, সেই খামতি মিটিয়ে দেবে।’

ওয়াংখেড়েতে মহাতারকাদের সাক্ষাৎ

ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই দেখার পূর্ণ সম্ভাবনা রয়েছে। তবে ম্যাচের আগে সেই উত্তাপের লেশমাত্রও টের পাওয়া গেল। অনুশীলনে দেখা হয়ে গেল ভারতীয় ক্রিকেটের সেকাল-একালের। অর্থাৎ সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) সঙ্গে দেখা করলেন বিরাট কোহলি (Virat Kohli)। শুধু দেখা করলেন বলা ভুল, দুই মহাতারকা একেবারে খোশমেজাজে আড্ডাও দিলেন। দেখা হওয়ার সঙ্গে সঙ্গেই সচিনকে জড়িয়ে ধরলেন কোহলি। এরপরই চলল আড্ডা দেওয়ার পালা। দীর্ঘক্ষণ দুই মহাতারকা একে অপরের সঙ্গে কথা বলেন। আইপিএলের সোশ্যাল মিডিয়া পেজে দুই কিংবদন্তির মুখোমুখি সাক্ষাৎ-এর ভিডিও পোস্ট করা হয়েছে। 

আরও পড়ুন: পার্ক না কি ট্রেডমিল? দৌড়নোর লাভ কোথায় বেশি? কোনটা বাছবেন?