মোহামেডানকে গুঁড়িয়ে প্রাইম ব্যাংকের সহজ জয়

কাশিফ ভাট ও রেজাউর রহমান রাজার বোলিং তোপে পড়ে মোহামেডান ১০৯ রানেই অলআউট হয়। সহজ এই লক্ষ্যে খেলতে নেমে ২০.৫ ওভারে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় তামিম-মুশফিককে ছাড়াই খেলতে নামা প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। যদিও শিরোপার দৌড় থেকে আগেই ছিটকে গেছে তারা।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আগে ব্যাটিং করে ব্যাটারদের ব্যর্থতায় ২৭.৩ ওভারে বড় পুঁজি না গড়েই অলআউট হয় মোহামেডান। জবাবে খেলতে নেমে প্রাইম ব্যাংকও হারিয়েছে চারটি উইকেট। যদিও খুব সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় দলটি। দলের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক প্রান্তিক নওরোজ নাবিল (৩০) ও শাহাদাত হোসেন দিপু (৩০)। এছাড়া জাকির হাসান ১৯ ও অধিনায়ক মিঠুনের ব্যাট থেকে আসে ১৬ রান।

মোহামেডানের বোলারদের মধ্যে নাজমুল অপু একাই নেন তিনটি উইকেট। বাকি উইকেট মুশফিক হাসানের।

এর আগে টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পাওয়া মোহামেডান শুরু থেকেই প্রাইম ব্যাংকের বোলারদের তোপে পড়ে। কাশিফ ও রাজা মিলে মোহামেডানের ব্যাটিং লাইনআপকে গুঁড়িয়ে দেন। দলের হয়ে সর্বোচ্চ ২১ রান আসে রুবেল মিয়ার ব্যাট থেকে। পেসার খালেদ আহমেদ ১৯ রান না করলে একশোর নিচে থামতে হতো ঐতিহ্যবাহী এই ক্লাবটিকে। এর বাইরে ইমরুল কায়েস ১৬ ও আব্দুল মজিদ ১৫ রানের ইনিংস খেলেন।

প্রাইম ব্যাংকের হয়ে কাশিফ ৪৪ রানে ৪টি উইকেট নিয়েছেন। ২২ রানে রাজারি শিকার তিন ব্যাটার। এছাড়া নাসির হোসেন দুটি এবং শফিউল ইসলাম একটি উইকেট পান।