Karnataka: মুসলিম কোটা তুলে দেওয়া নিয়ে রাজনৈতিক মন্তব্য করবেন না, সুপ্রিম নির্দেশ

কর্ণাটকে ৪ শতাংশ মুসলিম কোটা তুলে দেওয়া নিয়ে কোনও রাজনৈতিক মন্তব্য করা যাবে না। পরিষ্কার জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। দেশের শীর্ষ আদালত জানিয়েছে, গোটা বিষয়টি বিচারাধীন। এনিয়ে কোনও রাজনৈতিক মন্তব্য করাটা ঠিক হবে না।

বিচারপতি কেএম যোশেফ বিভি নাগারত্ন ও আশানুদ্দিন আমানুল্লাহর বেঞ্চ জানিয়েছে, গোটা বিষয়টি আদালতের বিচারাধীন। তাছাড়া কর্ণাটকে মুসলিমদের কোটা সংক্রান্ত ব্যাপারে আদালতের নির্দেশ রয়েছে। সেক্ষেত্রে কোনও রাজনৈতিক মন্তব্য করাটা ঠিক হবে না। এটা উপযুক্ত হবে না। কিছু পবিত্রতা মেনে চলতেই হবে।

৪ শতাংশ মুসলিম কোটা তুলে দেওয়া নিয়ে আবেদনকারীদের তরফে আদালতে চ্যালেঞ্জ করেছিলেন অ্য়াডভোকেট দুষ্মন্ত দাভে। তিনি জানিয়েছিলেন, রোজ স্বরাষ্ট্রমন্ত্রী কর্ণাটকে দাবি করছেন তাঁরা ৪ শতাংশ মুসলিম কোটা তুলে দিয়েছেন। কেন এই ধরনের মন্তব্য করা হচ্ছে?

এদিকে সলিসিটর জেনারেল তুষার মেহেতা কর্ণাটক সরকারের তরফে দাঁড়িয়েছিলেন। তিনি বলেন, এই ধরনের কোনও মন্তব্য করা হয়েছে বলে তাঁর জানা নেই। যদি কেউ বলে থাকেন যে ধর্মের ভিত্তিতে কোনও কোটা থাকবে না তবে তার মধ্যে ভুলের কী আছে?

বিচারপতি যোশেফ বলেন, সলিসিটর জেনারেল কোর্টের মধ্যে একটা কথা বলছেন তাতে সমস্যার কিছু নেই, কিন্তু কেউ যখন বিচারাধীন কোনও বিষয় নিয়ে কোর্টের বাইরে কথা বলেন তখনই সেটা ঠিক হয় না।১৯৭১ সালে কোর্টের নির্দেশের বাইরে গিয়ে এক রাজনৈতিক নেতা সাংবাদিক বৈঠক করেছিলেন, তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হয়েছিল।

অ্যাডভোকেট দাভে বলেন, রোজ এই ধরনের মন্তব্য করা হচ্ছে। সলিসিটর জেনারেল বলেন, অ্য়াডভোকেট দাভে যাতে কোর্টের মধ্যে এই ধরনের কথা না বলেন সেটা দেখা দরকার। এরপরই বিচারপতিদের বেঞ্চ জানিয়েছে, কোর্টটাকে রাজনৈতিক মঞ্চ করতে দেব না। আমরা এর পার্টি হতে পারব না। আপাতত আদালত মুলতুবি করা হচ্ছে।

এদিকে গত ২৬ এপ্রিল কর্ণাটক সরকার শীর্ষ আদালতকে জানিয়েছিল, কেবলমাত্র ধর্মের ভিত্তিতে যে সংরক্ষণ সেটা তুলে দেওয়ার ব্যাপারে তাঁরা চিন্তাভাবনা করেই সিদ্ধান্ত নিচ্ছে। তার জেরেই মুসলিমদের জন্য় চার শতাংশ কোটার সুযোগটা কার্যত বাতিল করা হয়। অন্যদিকে ভোক্কালিগা ও লিঙ্গায়েতদের জন্য ভর্তিতে ও সরকারি চাকরিতে সুযোগ বৃদ্ধি করা হয়।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup