IPL 2023: KKR Venkatesh Iyer Half Century In 39 Balls Against RR His Performance In This Season


সন্দীপ সরকার, কলকাতা: কথায় আছে, সকাল দেখে বোঝা যায় দিন কেমন যাবে। কিন্তু সব সময় যায় কি?

বেঙ্কটেশ আইয়ারকে (Venkatesh Iyer) দেখুন। বৃহস্পতিবার ইডেন গার্ডেন্সে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে তাঁর শুরুর দিকের ব্যাটিং দেখে গ্যালারি থেকে টিপ্পনি উড়ে গেল, ভাগ আইয়ার ভাগ। রান নিতে গিয়ে খোঁড়াচ্ছিলেন। একবার তো কার্যত নন স্ট্রাইকিং এন্ডে দৌড়ে যাওয়ার সময় রান আউট হবেন ভেবে হালই ছেড়ে দিলেন। ফিল্ডারের থ্রো লক্ষ্যভ্রষ্ট হওয়ায় প্রাণরক্ষা হল। প্রথম ১২ বলে করেছিলেন মাত্র ২ রান। বলাবলি শুরু হয়ে গেল, বেঙ্কটেশ আদৌ ফিট তো?

সেই বেঙ্কটেশই এরপর নিজমূর্তি ধরলেন। পরের ৩০ বলে করলেন ৫৫ রান। মাত্র ৩৯ বলে হাফসেঞ্চুরি। ইডেনের যে পিচে বল পড়ে থমকে ব্যাটে আসছে, স্ট্রোক খেলা কঠিন বলে মেনে নিচ্ছেন বিশেষজ্ঞরাও, সেখানে কেকেআরের সর্বোচ্চ স্কোরার হয়ে রইলেন বেঙ্কটেশ। চলতি টুর্নামেন্টে যাঁর একটি সেঞ্চুরি রয়েছে।

৪২ বলে ৫৭ রানের ইনিংসে ২টি চার ও ৪টি ছক্কা মারলেন বেঙ্কটেশ। তাঁর জন্যই শুরুর ব্যর্থতা ভুলে ভদ্রস্থ রান তুলতে পারল

বৃহস্পতিবার আইপিএলে ইতিহাস গড়লেন হরিয়ানার লেগস্পিনার যুজবেন্দ্র চাহাল। নীতীশ রানাকে ফেরানোর সঙ্গে সঙ্গে আইপিএলে ১৮৪ শিকার হয়ে গেল চাহালের। পরে আরও তিনটি উইকেট নিলেন। সব মিলিয়ে ১৮৭ উইকেট হয়ে গেল চাহালের। ভেঙে দিলেন ডোয়েন ব্র্যাভোর রেকর্ড। চাহালই এখন আইপিএলের সর্বোচ্চ উইকেটশিকারি।

সেই সঙ্গে মহম্মদ শামির থেকে পার্পল ক্যাপও ছিনিয়ে নিলেন রাজস্থানের লেগস্পিনার। ষোড়শ আইপিএলে ২১ উইকেট হয়ে গেল চাহালের। শামি, রশিদ খান ও তুষার দেশপাণ্ডের রয়েছে ১৯টি করে উইকেট।

নিঃশব্দ ঘাতক। যুজবেন্দ্র চাহালের (Yuzvendra Chahal) জন্য হয়তো এই তকমাটাই প্রযোজ্য। সুনীল নারাইনের (Sunil Narine) মতো তাঁকে নিয়ে আইপিএলে (IPL 2023) জয়োধ্বনি নেই। লাসিথ মালিঙ্গার মতো প্রচারের আলোয় থাকেন না। তবু বল হাতে কামাল করে চলেছেন যুজবেন্দ্র চাহাল। চলতি আইপিএলে তাঁর ১২ উইকেট হয়ে গেল। তিনিই এখন আইপিএলের সর্বোচ্চ উইকেটশিকারি। ডোয়েন ব্র্যাভোর আইপিএলে ১৮৩ উইকেট রয়েছে। একটা সময় তিনিই ছিলেন শীর্ষে ।চাহাল সেই রেকর্ড ভেঙে দিলেন। 

বৃহস্পতিবার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে এক উইকেট নিলেই মাইলফলক স্পর্শ করার হাতছানি ছিল রাজস্থান রয়্যালসের স্পিনারের সামনে। সেই পরীক্ষায় উত্তীর্ণ হলেন চাহাল।