IPL 2023 Purple Cap Rashid Khan Leading The List With Splendid Performance


মুম্বই : ওয়াংখেড়েতে রশিদ ঘূর্ণির কামাল। মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) বিরুদ্ধে ৪ উইকেট তুলে নিয়ে এবারের আইপিএলে পার্পল ক্যাপ দখলের লড়াইয়ে বাকি সবাইকে পিছনে ফেলে দিলেন রশিদ খান (Rashid Khan)। ঝোড়ো শুরুর পর একই ওভারে প্রথমে রোহিত শর্মা ও ইশান কিষাণকে সাজঘরে ফিরিয়ে জোড়া ধাক্কা দিয়ে শুরু করেছিলেন। তারপর তরুণ তুর্কি নেহাল ওয়াধেরাকে বোল্ড ও নিজের বোলিং শেষের ঠিক আগে বিগ হিটার টিম ডেভিডকে কট অ্যান্ড বোল্ড। গুজরাত টাইটান্স (Gujarat Titans) মুম্বইয়ের মোট ৫ টি উইকেট নিতে সক্ষম হয়েছে, যার মধ্যে ৪টিই আসে রশিদের সুবাদে।

চলতি আইপিএলে একমাত্র হ্যাটট্রিকারী রশিদ আরও ৪ টি উইকেট নিয়ে এবারের প্রতিযোগিতায় এখনও পর্যন্ত ২৩ টি উইকেট নিয়ে ফেললেন। যার সুবাদে আইপিএলের সর্বোচ্চ উইকেটশিকারী হওয়ার দৌড়ে এগিয়ে পার্পল ক্যাপ নিজের দখলে করে ফেললেন আফগান বোলার। এবারের আইপিএলে প্রথমবার কোনও ম্যাচে ৪ উইকেট ও ৮.০৪ ইকোনমিতে ২৩ উইকেট নিয়ে বেগুনি টুপি অর্জনের তালিকায় এই মুহূর্তে শীর্ষে রশিদ খান। টপকে গেলেন যুযবেন্দ্র চাহালকে (Yuzvendra Chahal)। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ৪ উইকেট নিয়ে আইপিএলের মঞ্চে ইতিহাস গড়ার দিনে চলতি প্রতিযোগিতায় ২১ উইকেট নিয়ে তালিকার শীর্ষে পৌঁছেছিলেন রাজস্থানের বোলার। কিন্তু মুম্বইয়ের বিরুদ্ধে রশিদ চার উইকেট নিয়ে ঝুলিতে ২৩ উইকেট নিয়ে চাহালকে পার্পল ক্যাপের তালিকায় দুই নম্বরে ঠেলে দিয়েছেন। 

এদিকে, জোড়া উইকেট তুলে নিয়ে গুজরাতকে মুম্বইয়ের হারানোর কাজে গুরুত্বপূর্ণ অবদান রেখে পার্পল ক্যাপের তালিকায় তিন নম্বরে উঠে এসেছেন পীযূষ চাওলা (Piyush Chawla)। ১২ ম্যাচের শেষে আইপিএলের মঞ্চে অভিজ্ঞ এই স্পিনারের ঝুলিতে আপাতত ১৯ উইকেট। একই ম্যাচ খেলে সমসংখ্যক উইকেট পেয়েছেন মহম্মদ শামিও (Mohammed Shami)। মুম্বইয়ের বিরুদ্ধে কোনও উইকেট না পাওয়া শামির ইকোনমি ৭.৭৪। তাঁর স্থান তালিকার চার নম্বরে। আর ৭.৫৯ ইকোনমি নিয়ে তালিকার তিন নম্বরে পীযূষ। বেগুনি টুপি দখলের তালিকায় পাঁচ নম্বরে তুষার দেশপাণ্ডে (Tushar Despande)। চেন্নাই সুপার কিংসের পেসারের দখলেও ১২ ম্যাচে ১৯ উইকেট। তবে তাঁর ইকোনমি ১০.০১। 

আরও পড়ুন- ব্যর্থ রশিদের বিধ্বংসী ইনিংস, সূর্যর দাপটে ওয়াংখেডেতে ২৭ রানে জয়ী মুম্বই

বরুণ চক্রবর্তী (১৭), রবীন্দ্র জাদেজা (১৬), অর্শদীপ সিংহ (১৬), মহম্মদ সিরাজ (১৫) ও  রবিচন্দ্রন অশ্বিন (১৪) পার্পল ক্যাপের তালিকায় এই মুহূর্তে যথাক্রমে ছয় থেকে দশ নম্বরে রয়েছেন।

আরও পড়ুন: গরমে ব্রন নিয়ে জেরবার ? এই নিয়মগুলি মেনে চললে মিলবে মুক্তি