Bikash Mishra: বিচারকের নির্দেশ পেয়ে এজলাস থেকেই বিকাশ মিশ্রকে গ্রেফতার করল সিবিআই

কয়লা পাচার মামলায় অন্যতম অভিযুক্ত বিকাশ মিশ্রকে ফের গ্রেফতার করল সিবিআই। বিকাশ বর্তমানে জামিনে ছিলেন। শুক্রবার মামলা শুনানিতে আসানসোল আদালতে এসেছিলেন তিনি। সেই সময় বিচারক রাজেশ চক্রবর্তী তাঁকে গ্রেফতারের নির্দেশ দেন। এজলাস থেকে বিকাশকে গ্রেফতার করে সিবিআই। তাঁকে ৪ দিনের হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

এর আগে তাঁকে কয়লা পাচার মামলায় গ্রেফতার করে সিবিআই। বেশ কিছুদিন জেলেও থাকেন। পরে হাইকোর্টের নির্দেশে তিনি জামিন পেয়ে যান। বিকাশকে হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কিন্তু শীর্ষ আদালত বলে, জামিন পাওয়া কোনও ব্যক্তিকে চারদিনের বেশি হেফাজতে নেওয়া যাবে না। আদালত অনুমতি দেয় চারদিন হেফাজতের জন্য। কিন্তু বেশ কিছু দিন কেটে যাওয়ার পরও বিকাশকে গ্রেফতার করা যায়নি।

কয়লা পাচারের অন্যতম মাস্টারমাইন্ড ছিলেন বিকাশ মিশ্র। তিনি অনুপ মাজি ওরফে লালার ব্যবসায় সহযোগিতা করতেন বলে অভিযোগ। তাঁকে জিজ্ঞাসাবাদ করে প্রচুর তথ্য পাওয়া যাবে বলে মনে করে সিবিআই। সে কারণে তাঁকে গ্রেফতার করা হয়। 

(পড়তে পারেন। গরুপাচার মামলায় সুকন্যাকে ২ মাসের জন্য জেলে পাঠাল আদালত)

শুক্রবার আসানসোল সিবিআই আদালতে শুনানি চলাকালীন তাঁকে গ্রেফতারের নির্দেশ দেন বিচারক। সেই নির্দেশ পেয়ে সঙ্গে সঙ্গে বিকাশকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আপাতত চারদিন হেফাজতে রেখে তাঁকে জিজ্ঞাসাবাদ করবে সিবিআই।

(পড়তে পরেন। মুখ্যমন্ত্রীর কথা মেনেই মালদায় তৈরি হল আম মিষ্টি-আম দই, মিলবে জামাইষষ্ঠী থেকে )