Kashmir: এই প্রথম কাশ্মীরের ডাললেক থেকে মিলল এই প্রাণী, ভিনগ্রহ থেকে এল নাকি? চমকে উঠছে উপত্যকা

আসিক হুসেন

কাশ্মীরের ডাল লেকে অ্য়ালিগেটর উদ্ধারের ঘটনা এর আগে বিশেষ হয়নি। নর্থ আমেরিকায় যে ধরনের ঘড়িয়াল পাওয়া যায় অনেকটা সেরকম প্রাণী এবার পাওয়া গেল কাশ্মীরের ডাল লেকে। তবে এর আগে কাশ্মীরে কুমির বা ঘড়িয়াল উদ্ধারের ঘটনা শোনা যায়নি। সেকারণে স্বাভাবিকভাবেই সকলে অবাক হয়ে যাচ্ছেন। এবার প্রশ্ন এটি এখানে এল কীভাবে? 

এদিকে কিছুদিন পরেই কাশ্মীরে জি২০ ট্যুরিজম ওয়ার্কিং গ্রুপের মিটিং হবে। তার আগে উদ্ধার হল ঘড়িয়াল। রসিকতা করে অনেকেই বলছেন এই বিদেশি অতিথি আগাম কোথা থেকে এল?

অনেকে এটাকে মাগরমাছ বলে ডাকছে। আসলে ডাল লেকের জল থেকে আগাছা সরানো হচ্ছিল। তখনই উদ্ধার করা হয় এই প্রাণীটিকে। লেকস কনজার্ভেশন ম্যানেজমেন্ট অথরিটির ইনচার্জ মাসুদ আহমেদ জানিয়েছেন, এই প্রথম আমরা এই ধরনের Alligator Gar দেখতে পেলাম। এটা একটা নতুন অভিজ্ঞতা।অনেকটা কুমীরের মতো দেখতে। এই ধরনের প্রাণী লেকের বাস্তুতন্ত্রে কোনও প্রভাব ফেলবে কি না তা দেখা হবে।

এদিকে এই প্রাণী লেকে আরও রয়েছে কি না সেটাও দেখা হচ্ছে। তবে এগুলি সাধারণত অন্য মাছকে খেয়ে ফেলে। ৮ ফুট পর্যন্ত লম্বা হতে পারে। তবে মানুষের বড় একটা ক্ষতি করে না। মৎস্য বিশেষজ্ঞ ডঃ ফারুজ আহমেদ ভাট জানিয়েছেন, এটা কাশ্মীরে পুরো এলিয়েন। বিহার, এমপি, মহারাষ্ট্রে পাওয়া যায়। এটা অন্য মাছকে খেয়ে নিতে পারে।

এদিকে মনে করা হচ্ছে কোনও বিদেশি অথবা অ্যাকোয়ারিয়াম থেকে এটা ফেলে দেওয়া হয়েছে।

সোশ্য়াল মিডিয়ায় এনিয়ে হাসির ঝড়। এক নেটিজেন লিখেছেন ডাল লেকে বিদেশিদের আহ্বান করার জন্য এটা এসেছে। অপর একজন লিখেছেন, কোনও অ্যাকোরিয়াম থেকে মনে হয় এটা এসেছে। কিন্তু মনে রাখা দরকার এটা লেকের বাস্তুতন্ত্রকে নষ্ট করে দিতে পারে। তবে একজন লিখেছেন এটা নির্ঘাত কেন্দ্রের চক্রান্ত।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup