ভরদুপুরে মধ্যশিক্ষা পর্ষদের অফিসে হানা দিল সিবিআই, নিয়োগ দুর্নীতির তদন্ত হচ্ছে?‌

আজ, রবিবার ছুটির দিনে মধ্যশিক্ষা পর্ষদে হানা দিল সিবিআই। একাদশ শ্রেণির নিয়োগ দুর্নীতি সংক্রান্ত বিষয় জানতেই হানা দিয়েছে সিবিআই। এদিন সিবিআই–এর চারজন প্রতিনিধিদল হাজির হন মধ্যশিক্ষা পর্ষদের অফিসে। রবিবার দুপুরে সিবিআই অফিসাররা সল্টলেকের নিবেদিতা ভবনে পর্ষদের অফিসে অভিযান চালান। বেশ কিছুক্ষণ সেখানে তাঁরা রয়েছেন বলে সিবিআই সূত্রে খবর। এসএসসি এবং গ্রুপ–ডি’‌র নিয়োগে দুর্নীতির তদন্তে নেমে নিবেদিতা ভবনে উপস্থিত হন গোয়েন্দারা।

এদিকে নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে আগেই মুর্শিদাবাদের বড়ঞার তৃণমূল কংগ্রেস বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে গ্রেফতার করে সিবিআই। সেই মামলার তদন্ত করতে গিয়ে এসএসসি’‌র অফিসে চার অফিসার এসে পৌঁছন। তাঁরা সল্টলেকের নিবেদিতা ভবনের তিন এবং চারতলায় তল্লাশি চালাচ্ছেন। এই মামলায় তদন্তকারী অফিসাররা কিছু নথিপত্রের খোঁজ করছিলেন। সেসব কারণেই আজ আগমন বলে মনে করা হচ্ছে। সূত্রের খবর, পর্ষদের অফিস থেকে বেশ কিছু নথিপত্র নিয়েছেন সিবিআই অফিসাররা। কয়েকজনকে জিজ্ঞাসাবাদও করা হয়েছে।

অন্যদিকে আজ রবিবার ছুটির দিন। তাই অন্য কাজের ব্যস্ততা থাকে না। তাই তল্লাশি করে নথি উদ্ধার করতে অনেকটা সুবিধা হয়। এটা বুঝেই পর্ষদের সঙ্গে যোগাযোগ করে আজ অফিসে পৌঁছন গোয়েন্দারা। আর এসএসসি দুর্নীতি মামলার তদন্তে নেমে আগেও দেখা গিয়েছে নিবেদিতা ভবনে তদন্ত চালিয়েছেন গোয়েন্দারা। এবার তদন্তে আরও তথ্য উঠে আসে। তাই আজ ফের তল্লাশি চালাচ্ছেন গোয়েন্দারা। কারা নিয়োগ করেছেন?‌ কীভাবে নিয়োগ করা হয়েছে?‌— এই সমস্ত বিষয়ে জানতেই হানা দিয়েছে সিবিআই। ২০২২ সালে মধ্যশিক্ষা পর্ষদের অ্যাডমিন পারমিতা রায়কেও জিজ্ঞাসাবাদ করেছেন সিবিআই অফিসাররা।

আর কী জানা যাচ্ছে?‌ এছাড়া এই নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়, মানিক ভট্টাচার্য, এসপি সিনহা–সহ একাধিক উচ্চপদস্থ অফিসার। এমনকী রেহাই পাননি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ও। এখন বহুদিন ধরে জেলবন্দি সকলেই। তবে এখনও এই দুর্নীতির পুরোপুরি রহস্যভেদ করা যায়নি। তাই এবার সরাসরি হানা। শনিবার কলকাতায় সিবিআই দফতরে তলব করা হয়েছিল পর্ষদের এক উচ্চপদস্থ অফিসার পার্থপ্রতিম চট্টোপাধ্যায়কে। আর তারপরই রবিবার মধ্যশিক্ষা পর্ষদের অফিসে হানা দিল সিবিআই অফিসাররা।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup