Praveen Sood new CBI director: সিবিআইয়ের নতুন ডিরেক্টর হলেন প্রবীণ সুদ, কর্ণাটকের ডিজিপি এবার নয়া পদে

কর্ণাটকের ডিজিপি প্রবীণ সুদ এবার সিবিআইয়ের ডিরেক্টর পদে বসতে চলেছেন। সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন বা সিবিআইয়ের এই অধিকর্তার পদে কে বসবেন, তা নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয় এই পদে নিয়োগ সংক্রান্ত কমিটির। সেই কমিটিতে রয়েছেন দেশের প্রধানমন্ত্রী, দেশের প্রধান বিচারপতি ও লোকসভার বিরোধীদলের নেতা। জানা গিয়েছে, ওই কমিটির সিদ্ধান্ত মেনেই কর্ণাটকের এই দাপুটে অফিসারকে এবার সিবিআইয়ের ডিরেক্টর পদে দেখা যেতে চলেছে।

এই পদে নিয়োগের জন্য আগেই ৩ দুঁদে আইপিএস অফিসারের নাম আলোচিত হচ্ছিল। শেষমেশ কমিটি তিনজন আইপিএস অফিসারকে শেষ তিনের তালিকায় রেখেও দেয়। পরে, রবিবার জানানো হয় যে, প্রবীণ সুদ ছাড়াও এই দৌড়ে ছিলেন মধ্যপ্রদেশের আইপিএস সুধীর সাক্সেনা, তাজ হাসানের নাম ছিল দৌড়ে। উল্লেখ্য, বর্তমানে সিবিআইয়ের ডিরেক্টর পদে রয়েছেন সুবোধ কুমার জয়সোয়াল। তাঁর ই পদে থাকার ২ বছরের সময়সীমা শেষ হতে চলেছে ২৫ মে। 

( ‘২৪ লোকসভার আগে কর্ণাটক ভোট কি খেলা ঘোরানোর পিচ? কী বলছে সমীকরণ, কী বলছে ট্রেন্ড)

( ‘কংগ্রেস জিতেছে প্রধানমন্ত্রী হেরেছেন’, ‘মোদীর ছবি উধাও’, কর্ণাটকে বিজেপিকে তীব্র কটাক্ষ-বাণে বিঁধছে কংগ্রেস)

প্রবীণ সুদ ও কিছু তথ্য: 

১৯৮৬ ব্যাচের আইপিএস অফিসার প্রবীণ সুদ। তিনি প্রথম থেকেই এই সিবিআই কর্তার দৌড়ে ছিলেন এগিয়ে। কর্ণাটকের এই ডিজিপি ভোট পর্বের ফলাফলের পরদিনই সিবিআইয়ের নতুন ডিরেক্টর হিসাবে উঠে এলেন। উল্লেখ্য, কর্ণাটকের দাপুটে কংগ্রেস নেতা ডিকে শিবকুমার অভিযোগ তুলেছিলেন, কর্ণাটকে বিজেপি সরকারকে নিরাপত্তা দিচ্ছেন এই অফিসার প্রবীণ সুদ। শিবকুমাররে অভিযোগ ছিল, কর্ণাটকে বেছে বেছে কংগ্রেস নেতাদের বিরুদ্ধে মামলা দায়ের করাচ্ছেন প্রবীণ সুদ। এমনকি একধাপ এগিয়ে প্রবীণ সুদকে গ্রেফতারির দাবি জানিয়েছিলেন ডিকে শিবকুমার। উল্লেখ্য, একজন সিবিআই ডিরেক্টরের কার্যকালের মেয়াদ ২ বছর। তবে তা সর্বোচ্চ ৫ বছর পর্যন্ত কার্যকরী হতে পারে।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup