রাজ্যের সেরা হাসপাতালের তকমা পেল বালুরঘাট, সেরা গ্রামীণ হাসপাতাল টাকি

জাতীয় স্বাস্থ্য প্রকল্পের মাপকাঠিতে রাজ্যের সেরা হাসপাতাল হল বালুরঘাট জেলা হাসপাতাল। সেরা গ্রামীণ হাসপাতাল হল উত্তর ২৪ পরগনা টাকি হাসপাতাল। কেন্দ্রের ‘সুশ্রী কায়াকল্প’ প্রকল্পের অধীনে এই দু্’টি পুরস্কার পাচ্ছে রাজ্যের দু’টি হাসপাতাল।

এই প্রকল্পের অধীনে প্রতিবছর প্রতিযোগিতা হয়। সরকারি হাসপাতালের রোগী পরিষেবা উন্নত করা ও হাসপাতালের সামগ্রিক ব্যবস্থাপনা ভালো করতে উৎসাহ ও স্বীকৃতিদান করা হয় এই পুরস্কারের মাধ্যমে। বিভিন্ন ধাপে মূল্যায়ন করা হয় হাসাপাতালের। চূড়ান্ত পর্বে কেন্দ্রের প্রতিনিধিরা এসে হাসপাতাল পরিদর্শন করেন। প্রত্যেক ধাপে দেওয়া হয় নম্বর। সেই নম্বরের ভিত্তিতে হাসপাতালের সেরা হাসপাতাল বেছে নেওয়া হয়।

১৩টি জেলা হাসপাতাল, ৩০টি মহকুমা, ১৬টি স্টেট জেনারেল হাসপাতাল, ২৭৪টি গ্রামীণ ও ব্লক প্রাথমিক হেলথ সেন্টার এবং ৫৭৬টি প্রাথমিক হেলথ সেন্টারে স্বাস্থ্য মন্ত্রকের গাউডলাইন মেনে পর্যালোচনা করা হয়েছে। তার মধ্যে সেরা হাসপাতাল হিসাবে বেছে নেওয়া হয়েছে বালুরঘাট হাসপাতালকে। 

(পড়তে পারেন। বর্ষায় জমা জলে বিদ্যুৎপৃষ্ট রুখতে ত্রিফলা আলোয় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখবে পুরসভা)

তবে এখানে উল্লেখযোগ্য হল, নম্বরের নিরীখে প্রথম হয়েছে হাসপাতাল হয়েছে কলকাতার এমআর বাঙুর হাসপাতাল। এর আগে দু’বারএই পুরস্কার পেয়েছে বাঙুর। কিন্তু গতবারের তুলনায় পাঁচ নম্বর পাওয়ায় সেরা হাসপাতালের পুরস্কার পাবে বালুরঘাটই। বাঙুর সুপার হাসপাতালের সুপার চিকিৎসক শিশির নস্কর সংবাদ মাধ্যমে বলেন, ‘নিয়ম অনুযায়ী চ‌্যাম্পিয়ন হলেই হবে না। গত বছরের থেকে অন্তত ৫ শতাংশ বেশি নম্বর পেতে হবে। বাঙুর এবার ৯৭ শতাংশ নম্বর পেয়েছে। অন‌্যদিকে দ্বিতীয় হয়েও বালুরঘাট হাসপাতাল প্রথম পুরস্কার পাচ্ছে।’ 

বালুরঘাট হাসপাতালের সুপার জানিয়েছেন, পুরস্কারের অর্থ খরচ হবে হাসপাতালের পরিকাঠামো উন্নয়নে।