Best image of moon: চাঁদের এত উন্নত ছবি আগে কখনও দেখেননি গোটা পৃথিবী! সমাজ মাধ্যমে ভাইরাল পোস্ট

উপরের ছবিতে চাঁদকে যতটা খুঁটিয়ে দেখতে পাবেন, ততটা আর কোনও ছবিতেই দেখা যায়নি। এমনটাই জানিয়েছেন এক অ্যাস্ট্রোফটোগ্ৰাফার। অ্যাস্ট্রোফটোগ্ৰাফার মানে সাধারণ ফটোগ্ৰাফার নয় কিন্তু, মহাকাশের মহাজাগতিক বস্তুর ছবি তোলেন যারা, তাদেরই এমন উপাধি জোটে। সম্প্রতি তেমন এক অ্যাস্ট্রোফটোগ্ৰাফারের তোলা ছবিই চলে এল সংবাদ মাধ্যমের শিরোনামে। আর তা নিয়ে রীতিমতো হইচই পড়ে গেল। আমেরিকার অ্যাস্ট্রোফটোগ্ৰাফার অ্যান্ড্রিউ ম্যাককার্থি জানিয়েছেন, তাঁর তোলা চাঁদের ছবি এখনও পর্যন্ত সবচেয়ে খুঁটিয়ে তোলা ছবি। এতটা বেশি পরিস্কার পরিচ্ছন্ন ছবি আর কেউই তুলতে পারেনি। সে ছবি ইতিমধ্যে সমাজ মাধ্যমেও ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যাচ্ছে সম্পূর্ণ চাঁদেরই ছবি তুলেছেন তিনি। চাঁদের বিভিন্ন অংশ জুম করে দেখলেও সে ছবি ফেটে যাচ্ছে না‌। অর্থাৎ এতটাই ভালো মানের সেই ছবি।

আরও পড়ুন: নিয়ানডারথাল মানব অনায়াসে চিবিয়ে খেয়ে নিত অতিকায় প্রাণী, জানা গেল আশ্চর্য তথ্য

আরও পড়ুন: ওজন কমাতে এটি অনেকেই খান, কিন্তু এর ক্ষতিকর দিকও রয়েছে, জানলে সাবধান হবেন আজই

কীভাবে সেই ছবি তুলেছেন তিনি? সে কথাও জানিয়েছেন অ্যান্ড্রিউ। টুইটারে তাঁর পোস্টে এই অ্যাস্ট্রোফটোগ্ৰাফার লেখেন, ছবিটি তোলার জন্য দুটি শক্তিশালী টেলিস্কোপ ব্যবহার করেছেন তিনি। একইসঙ্গে চাঁদের মোট ২,৮০,০০০টি ছবি তুলেছেন। পুরো ছবিটিকে চূড়ান্ত উন্নতমানের করতে গিয়ে ছবির আকার হয়েছে ১.৩ গিগাপিক্সেল। সাধারণ এইচডি (যা অনেকটাই উন্নত মানের ছবি) ছবির মান এই ছবির থেকে অনেক অনেক গুণ কম। একইসঙ্গে অ্যান্ড্রিউ এও বলেন, এই ছবি জুম করার লোভ আপনি সামলাতে পারবেন না। মোট কতদিন লেগেছে ছবি তুলতে সে কথাও জানিয়েছেন ছবিগ্ৰাহক। গত দুই সপ্তাহ ধরে অক্লান্ত চেষ্টা করে এই ছবি তোলা সম্ভব হয়েছে।

এর পাশাপাশি একটি সতর্কবার্তাও দিয়েছেন অ্যান্ড্রিউ। তাঁর কথায় এই ছবি কম্পিউটারে ডাউনলোড করতে গেলে সতর্ক থাকা ভালো। কারণ ছবির যা মান তাতে কম্পিউটারও ফেল মেরে যেতে পারে। অ্যান্ড্রিউর কথায়, ফেটে যেতে পারে কম্পিউটার! তবে এই ছবি তুলতে রীতিমতো বহু কাঠখড় পোড়াতে হয়েছে তাঁকে। সে কথা নিজেই জানিয়েছেন‌। নাসার মতে, পৃথিবীর বাইরে একমাত্র চাঁদেই মানুষ পা রেখেছে। এই উপগ্রহটি নিয়ে তাই মানুষের কৌতুহলাও বেশি। চন্দ্রগ্ৰহণ থেকে চাঁদের বিশেষ দৃশ্য সবেতেই মানুষের আগ্রহ অসীম‌। তেমনই এক আগ্রহের ফসল এই ছবি। যা দেখে নেটিজেনরা রীতিমতো হতভম্ব হয়ে গিয়েছেন।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup