IPL 2023: Stephen Fleming Regrets CSK Not Buying Varun Chakaravarthy In Auction

IPL 2023: কলকাতা নাইট রাইডার্সের কাছে হারের পর বরুণ চক্রবর্তীকে নিয়ে হাহুতাশ করেছেন চেন্নাই সুপার কিংসের প্রধান কোচ স্টিফেন ফ্লেমিং।


চেন্নাই: বল হাতে তিনি দুরন্ত ছন্দে। পার্পল ক্যাপের দৌড়ে রয়েছেন। রবিবারও চেন্নাই সুপার কিংসের (CSK vs KKR) বিরুদ্ধে ৩৬ রানে ২ উইকেট নিয়েছেন। কলকাতা নাইট রাইডার্সের স্পিন বোলিং আক্রমণকে নেতৃত্ব দিচ্ছেন।

সেই বরুণ চক্রবর্তীকে হাতছাড়া করায় এখন আক্ষেপ সিএসকে শিবিরে। কলকাতা নাইট রাইডার্সের কাছে হারের পর বরুণ চক্রবর্তীকে নিয়ে হাহুতাশ করেছেন চেন্নাই সুপার কিংসের প্রধান কোচ স্টিফেন ফ্লেমিং। আইপিএল নিলামে সিএসকে-র প্রাক্তন নেট বোলার বরুণ চক্রবর্তীকে দলে নেওয়ার সুযোগ নষ্টের জন্য তিনি এখন হাত কামড়াচ্ছেন। তিনি স্বীকার করে নিয়েছেন, ‘ওকে কেনার সুযোগ নষ্ট করাটা এখনও আমাদের কষ্ট দেয়।’

বরুণ চক্রবর্তী কয়েক বছর সিএসকে-এর নেট বোলার হিসেবে দলের সঙ্গে ছিলেন এবং নেটে বোলিংয়ের সময়ে তিনি সিএসকে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি সহ বাকি ব্যাটারদের রীতিমতো সমস্যায় ফেলেছিলেন। কিন্তু পরে তাঁকে কিনে নেয় কেকেআর।

trong>চিপকের শব্দব্রহ্ম

তাঁকে নিয়ে পূর্বাভাস করা চলে না। টেস্ট থেকে যেদিন অবসর ঘোষণা করেছিলেন, জাতীয় দলের কোচ রবি শাস্ত্রীও জানতেন না। তবু, অনেকের মতে এবারের আইপিএলেই (IPL 2023) হয়তো শেষবারের জন্য দেখা যাচ্ছে ক্রিকেটার মহেন্দ্র সিংহ ধোনিকে (MS Dhoni)। ধোনি নিজে এ নিয়ে কিছু বলেননি। বরং স্বভাবসিদ্ধ ঢঙে মস্করা করেছেন। ইডেনে গোটা গ্যালারি তাঁকে সম্মান জানাতে হলুদ হয়ে গিয়েছিল। যা দেখে ধোনির সরস মন্তব্য, ‘ওঁরা আমাকে বিদায়ই দিয়ে দিচ্ছেন।’

চেন্নাইয়ের ছবিটাও আলাদা নয়। তিনি নিজেই বলে থাকেন, চেন্নাই তাঁর সেকেন্ড হোম। এখানকার মানুষের কাছে এত ভালবাসা, সম্মান তিনি পেয়েছেন যে, বারবার কৃতজ্ঞতা জানিয়েছেন। মহেন্দ্র সিংহ ধোনি (MS Dhoni) কি প্রিয় মাঠে নিজের শেষ ম্যাচ খেলে ফেললেন?

চেন্নাই সুপার কিংস তাদের শেষ ম্যাচ খেলবে দিল্লিতে। দিল্লি ক্যাপিটালসের হোমগ্রাউন্ডে। এই মরসুমের মতো ঘরের মাঠে শেষ ম্যাচ খেলে ফেলল সিএসকে। আর তাই ধোনিকে নিয়ে আবেগে ভাসল গোটা শহর। কেন?

সরাসরি কোথায় না বলেও, আকারে ইঙ্গিতে ধোনি বুঝিয়েছেন যে, এবারের আইপিএলই হয়তো ক্রিকেটার হিসাবে তাঁর শেষ আইপিএল। আর সেটাই যদি বাস্তব হয়, তাহলে রবিবারই ঘরের মাঠে নিজের শেষ আইপিএল ম্যাচ খেলে ফেললেন ধোনি। স্বাভাবিকভাবেই মাহিকে নিয়ে আবেগের জোয়ার।

কীরকম সেই ছবি? একটা ঘটনার কথা বলা যাক। রবিবার তখন কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে সিএসকে ম্যাচ সবে শেষ হয়েছে। ম্যাচের সম্প্রচারকারী চ্যানেল প্রশ্নোত্তর পর্বের জন্য ধরেছিল ধোনিকে। আইপিএলের বর্তমান নিয়ম হচ্ছে, স্টুডিও থেকে সঞ্চালকরা প্রশ্ন করেন। মাঠে ক্রিকেটারের সামনে রাখা সাউন্ড সিস্টেমে সেই প্রশ্ন শোনা যায়। তা শুনেই জবাব দেন ক্রিকেটারেরা।

রবিবার রাতের চেন্নাইয়ে অবশ্য সেই পদ্ধতি কাজে এল না। গোটা গ্যালারি তখন ধোনি ধোনি স্লোগানে মুখরিত। কানে তালা লেগে যাওয়ার অবস্থা। এমনই সেই শব্দব্রহ্ম। যে কারণে সঞ্চালকের প্রশ্ন শুনতেই পেলেন না ধোনি।

আরও পড়ুন: রুক্ষ-শুষ্ক চুলের সমস্যা দূর হবে নিমেষে, বাড়িতেই তৈরি করে নিন এই তিনটি হেয়ার মাস্ক