Mamata Banerjee on Kaliyaganj: কোথায় ভাই? ছোট্ট শিশু কি? কালিয়াগঞ্জের ঘটনার ২৪ ঘণ্টা পরে বললেন মুখ্যমন্ত্রী

কালিয়াগঞ্জের ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা বাংলাকে। কালিয়াগঞ্জের এক বাবা অ্য়াম্বুলেন্সের টাকা জোগাড় করতে পারেননি। কার্যত বাধ্য় হয়ে তিনি মৃত সন্তানকে ব্যাগে ভরে দীর্ঘ ৫ কিমি পথ পেরিয়ে কালিয়াগঞ্জে ফিরেছিলেন রবিবার। সেই অসহায় বাবা অসীম দেবশর্মার দাবি, অ্যাম্বুলেন্স ৮ হাজার টাকা চেয়েছিল। সেই টাকা জোগাড় করতে পারিনি। সেকারণেই বাসে এসেছি। তা নিয়ে নবান্নের সাংবাদিক বৈঠকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়কে প্রশ্ন করেছিল সংবাদমাধ্যম।

সেই প্রশ্ন শুনে বাংলার মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কোথায় ভাই? সাংবাদিক বলেন, কালীয়াগঞ্জ। মুখ্য়মন্ত্রী বলেন, একদম ছোট্ট শিশু কি? এটা হতে পারে ছোট্ট শিশু অনেক সময় আমি দেখেছ কোলে করে নিয়ে যায়। অ্যাম্বুলেন্সে ডেড বডি নেয় না। জেনারেলি হয় না। পরিবারে ইচ্ছার উপর হয়। এটা হতে পারে পরিবার অনেক সময় নেয় না। আজ তো প্রচুর অ্য়াম্বুলেন্স। অ্যাম্বুল্য়ান্সের কোনও ঘাটতি নেই। ৪০০-৫০০ অ্য়াম্বুলেন্স করে দিয়েছি। স্টেট গভর্নমেন্ট থেকে প্রচুর অ্য়াম্বুলেন্স দেওয়া হয়েছে। যদি কোনও ঘাটতি থাকে তবে সেটা লোকাল ঘাটতি। হতে পারে হয়তো তিনটে অ্য়াম্বুলেন্স তিন জায়গায় গিয়েছিল। সেই মোমেন্টে ছিল না হয়তো। তবে দেখে নিতে বলব। যাতে এটা না হয়।

এদিকে সূত্রের খবর, কালিয়াগঞ্জের ঘটনার জেরে শোরগোল পড়ে গিয়েছে গোটা বাংলায়। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ ইতিমধ্যেই জানিয়েছে, আমাদের রোগী সহায়তা কেন্দ্র রয়েছে। ওরা ওখানে গিয়ে যোগাযোগ করলে রেড ক্রশের ভলান্টিয়াররা কিছু একটা ব্য়বস্থা করে দিতে পারে। তবে এর আগেও কেউ যদি পয়সার অভাবে দেহ নিয়ে যেতে না পারে তাহলে সুপার বা অ্য়াসিস্ট্যান্ট সুপারের ঘরে যোগাযোগ করলে স্পেশালভাবে রোগী কল্যাণ সমিতির ফান্ড থেকে খরচ দেওয়া যেতে পারে। তবে এটা নিয়ে আমাদের গোচরে না এলে এই সমস্যা হতে পারে।

রোগী কল্য়াণ সমিতির চেয়ারম্য়ান তথা প্রাক্তন মন্ত্রী গৌতম দেবও জানিয়েছেন, ওরা যোগাযোগ করতে পারতেন। এদিকে সূত্রের খবর, গোটা ঘটনায় স্বাস্থ্য়ভবন থেকে রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে। কোন পরিস্থিতিতে এই ঘটনা হল তা নিয়ে কারণ জানতে চাওয়া হয়েছে। এমনকী বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারও এই ঘটনার প্রতিবাদ জানিয়ে টুইট করেছেন। তবে বাংলার মুখ্যমন্ত্রী অবশ্য সাংবাদিক বৈঠকে পালটা প্রশ্ন করেছেন কোথায় ভাই? একদম ছোট্ট শিশু কি?