কানের পিনপতন সৈকতে আছড়ে পড়লো চলচ্চিত্রের মুখরতা

প্যারিস শহর থেকে প্রায় ১০০০ কিলোমিটার দূরের নয়নাভিরাম কান সৈকতে এসে ক্রমশ জড়ো হচ্ছে গোটা বিশ্বের চলচ্চিত্র প্রেমীরা। একেবারে নিরিবিলি আর পরিপাটি ছোট্ট কান-শহরের চেহারা ক্রমশ বদলে যেতে শুরু করেছে। সোমবার (১৫ মে) দিনভর লেগে আছে কান-পথে গাড়ির জটলা, পিনপতন সৈকতে যেন আছড়ে পড়লো চলচ্চিত্রের মুখরতা; মধ্যরাত অব্দি রেস্তোরাঁ-কফিশপে চলছে জমজমাট আড্ডা। 

কারণ, দক্ষিণ ফ্রান্সের এই ভূমধ্যসাগরের তীরে আজ (১৬ মে) সন্ধ্যা ৭টায় পর্দা উঠতে যাচ্ছে কান চলচ্চিত্র উৎসবের ৭৬তম আসরের। কান সৈকতের পালে দে ফেস্টিভ্যাল ভবনকে ঘিরে গোটা বিশ্ব থেকে আগত চলচ্চিত্র সংশ্লিষ্টদের আগ্রহ যেন উপচে পড়ছে। মধ্যরাতেও ভবনের সামনে মানুষের ভিড়। দিনভর ছিল আগত সাংবাদিক-শিল্পী-কুশলীদের পরিচয়পত্র সংগ্রহের দীর্ঘ সারি।

সোমবার (১৫ মে) পালে দে ফেস্টিভ্যাল ভবনের সামনে উঠেছে ৭৬তম আসরের দাফতরিক পোস্টার, যার মাধ্যমে ফরাসি সিনেমার কিংবদন্তি অভিনেত্রী‌ ক্যাথেরিন দ্যুনোভকে সম্মান জানানো হয়েছে। সাদা-কালো পোস্টারটিতে পাম্পালিয়ন সৈকতে তাকে কালো পোশাকের সঙ্গে খোলা চুলে দেখা গেছে। উৎসব কর্তৃপক্ষ জানায়, ছবিটি ১৯৬৮ সালে ‘লা সেমেড’ সিনেমার শুটিংয়ে চিত্রগ্রাহক জ্যাক গারোফালো তুলেছিলেন।

পালে দে ফেস্টিভ্যাল ভবনে অফিসিয়াল পোস্টার তবে লক্ষণীয় বিষয়, আগের উৎসবগুলোর উদ্বোধনের আগের দিন পালে দে ফেস্টিভ্যাল ভবনের সিঁড়ি লাল গালিচায় মুড়িয়ে ফেললেও, এবার সেটি দেখা যায়নি। এতে খানিকটা বিস্ময় প্রকাশ করেছেন স্থানীয়রাসহ উৎসবে আগত অনেকেই। সোমবার মধ্যরাতে পালে দে ফেস্টিভ্যাল ভবনের সামনে পাওয়া গেছে কান সৈকতের স্থানীয় বাসিন্দা সেজান চৌধুরীকে। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এই শহরে উৎসব লেগেই থাকে। তবে এরমধ্যে কান উৎসব সবচেয়ে জমজমাট। কারণ এখানে গোটা বিশ্বের তারকারা হাজির হন। আমরা স্থানীয়রাও এটি উপভোগ করার চেষ্টা করি। কিন্তু এবার একটু অবাকই লাগছে, কয়েক ঘণ্টা পরে উৎসব উদ্বোধন হলেও, লাল গালিচার সজ্জা চোখে পড়লো না এখনও! এমনটা আগে দেখিনি। এটা সাধারণত একদিন আগেই করা হয়।’

স্থানীয় কফিশপে চলছে উৎসবে আগতদের আড্ডা তবে এর কারণ জানা গেলো পালে দে ফেস্টিভ্যালের ফটকে থাকা এক ভলান্টিয়ারের কাছ থেকে। নাম প্রকাশে অনিচ্ছুক এই ফরাসি জানান, বৃষ্টির সম্ভাবনা থাকায় এদিন (সোমবার) লালগালিচা বিছানো হয়নি। যা রাত পোহালে (১৬ মে) করা হবে। তবে উৎসবের সকল প্রস্তুতি সম্পন্ন।

এমন তথ্যের সত্যতা মিলেছে, কারণ এ দিন দুপুরে কান সৈকত ঝকঝকে রোদে ডুবে থাকলেও বিকাল নাগাদ ভিজেছে বৃষ্টিতে, আকাশেও রয়েছে মেঘ।     

পালে দে ফেস্টিভ্যাল ভবনের সামনে উৎসুকদের ভিড় এ দিন উৎসবস্থল সরেজমিন দেখা গেছে, পালে দে ফেস্টিভ্যাল ভবনের লালগালিচা ছাড়া প্রায় সবকিছুই প্রস্তুত। কান সৈকতে এসে ভিড় করেছে বিশ্বের দামি সব ইয়ট (প্রমোদতরী)। যেগুলো বোঝাই করে এসেছে বিশ্বের অনেক নামি-দামি শিল্পী-নির্মাতা-প্রযোজক। পাশাপাশি পালে ভবনের দুই পাশে তৈরি হয়েছে অসংখ্য প্যাভিলিয়ন। যেটাকে বলা হয়ে থাকে উৎসবের বাণিজ্যিক শাখা মার্শে দ্যু ফিল্ম। তবে সোমবার এসব প্যাভিলিয়নের মাথার ওপর বাংলাদেশের কোনও পতাকা চোখে পড়েনি। যদিও ঢাকার বিএফডিসি সূত্রে আগেই জানা গেছে, এবার বাংলাদেশও স্টল নিচ্ছে এই উৎসবে।

এদিকে এ দিন কান কর্তৃপক্ষ জানিয়েছে উৎসবের উদ্বোধনী আসরের সূচি। যেখানে বলা হয়েছে মঙ্গলবার (১৬ মে) স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় (বাংলাদেশ সময় রাত ১১টা) হবে উদ্বোধনী আয়োজন। এতে দুইবারের অস্কারজয়ী অভিনেতা মাইকেল ডগলাসকে দেওয়া হচ্ছে কান চলচ্চিত্র উৎসবের সম্মানসূচক স্বর্ণপাম। আর উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে দেখানো হবে হলিউড সুপারস্টার জনি ডেপ অভিনীত ‘জান দ্যু ব্যারি’। প্রাক্তন স্ত্রী অ্যাম্বার হার্ডের বিপক্ষে মানহানি মামলার আইনি লড়াইয়ে জয়ের পর এটাই হতে যাচ্ছে ৫৯ বছর বয়সী এই অভিনেতার প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি। 

পালে দে ফেস্টিভ্যাল ভবনের এই সিঁড়ি মুড়ে দেওয়া হবে লালগালিচায় এবার উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব পেয়েছেন অভিনেত্রী চিয়ারা মাস্ত্রোইয়ান্নি। পালে দে ফেস্টিভ্যালের গ্র্যান্ড থিয়েটারের মঞ্চে স্বাগত জানাবেন জুরি সভাপতি রুবেন অস্টালান্ডসহ অন্য সদস্যদের। তারা হলেন ‘ক্যাপ্টেন মারভেল’ তারকা ব্রি লারসন, আমেরিকান অভিনেতা পল ড্যানো, মরোক্কান পরিচালক মরিয়ম টুজানি, ফরাসি অভিনেতা দঁনি মিনোশেঁ, জাম্বিয়ান-ওয়েলশ পরিচালক-চিত্রনাট্যকার রুঙ্গানো নিয়োনি, আফগান কথাসাহিত্যিক-নাট্যকার আতিক রহিমি, আর্জেন্টাইন পরিচালক দামিয়ান সিফ্রন এবং স্বর্ণপামজয়ী ফরাসি পরিচালক জুলিয়া দুকুরনো।

এবার উৎসবটির সর্বোচ্চ পুরস্কার স্বর্ণপামের জন্য মূল প্রতিযোগিতা শাখায় লড়বে ২০টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ও ১টি প্রামাণ্যচিত্র। আঁ সেঁর্তা রিগা শাখায় ২০টি, প্রতিযোগিতার বাইরে ৬টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ও ১টি টিভি সিরিজ, মিডনাইট সেশনসে ৫টি, কান প্রিমিয়ারে ৭টি এবং স্পেশাল সেশনস শাখায় রাখা হয়েছে ৪টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, ২টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও ৩টি প্রামাণ্যচিত্র। 

কান সৈকতে ভিড় করেছে তারকাদের প্রমোদতরী এছাড়া স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের মূল প্রতিযোগিতায় ১১টি এবং শিক্ষার্থী পরিচালকদের বিভাগ লা সিনেফে রয়েছে ১৬টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। কানের আরও দুই বিভাগ সিনেমা দ্যু লা প্লাজ এবং কান ক্ল্যাসিকসের অফিসিয়াল সিলেকশনেও থাকছে কয়েকটি ছবি।

১২ দিনব্যাপী কান উৎসবের পর্দা নামবে আগামী ২৭ মে। সমাপনী চলচ্চিত্র হিসেবে দেখানো হবে পিক্সার অ্যানিমেশন স্টুডিওর ২৭তম সিনেমা ‘এলেমেন্টাল’। এভাবেই পালে দে ফেস্টিভ্যাল ভবনের পাশে তাবু টেনে সাজানো হয়েছে বিভিন্ন দেশের প্যাভিলিয়ন

ছবি: বাংলা ট্রিবিউন