বাংলা নিউজ > টুকিটাকি > World Hypertension Day 2023: বিশ্ব হাইপারটেনশন দিবস: কীভাবে শুরু দিনটির, উদ্দেশ্যই বা কী? ফিরে দেখা ইতিহাস
Updated: 17 May 2023, 06:30 AM IST
Sanket Dhar
বিশ্ব হাইপারটেনশন দিবস পালন করা হয় প্রতি বছর ১৭ মে। সারা বিশ্ব জুড়ে উচ্চ রক্তচাপের সমস্যা নিয়ে মানুষকে সচেতন করতেই এই দিনটি পালন করা হয়। কিন্তু কীভাবে শুরু এই দিনটির?
1/5বিশ্ব হাইপারটেনশন দিবস পালন করা হয় প্রতি বছর ১৭ মে। সারা বিশ্ব জুড়ে উচ্চ রক্তচাপের সমস্যা নিয়ে মানুষকে সচেতন করতেই এই দিনটি পালন করা হয়। কিন্তু কীভাবে শুরু এই দিনটির? (Freepik)2/5উচ্চ রক্তচাপের সমস্যা এখন ঘরে ঘরে। অথচ এই রোগ হার্টের কঠিন রোগ বাঁধাতে পারে। পাশাপাশি কিডনি সমেত বিকল করে দিতে পারে একাধিক অঙ্গ। উচ্চ রক্তচাপের সমস্যা নিয়ে মানুষকে সতর্ক করতেই বিশ্ব হাইপারটেনশন ডে পালন করা হয়। (Freepik)3/5দিনটির শুরু বিশ্ব হাইপারটেনশন লিগের হাত ধরে। ৮৫টি দেশ জুড়ে রয়েছে এই বিশেষ সংস্থা। হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপের বিপদ সম্পর্কে সাধারণ মানুষকে ওয়াকিবহাল করাই এর মূল কাজ। তাদের উদ্যোগেও শুরু হয় এই দিন। (Freepik)
4/5উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে এমনই নানা লিগ ও সোসাইটি গড়ে তোলা হয়েছে দেশে। তাদের প্রধান সংস্থা বিশ্ব হাইপারটেনশন লিগ ২০০৫ সালে প্রথম এই দিনটি পালন করে। সেই বছর ১৪ মে পালন করা হয়েছিল বিশ্ব উচ্চ রক্তচাপ দিবসবা ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে। (Freepik)5/5তবে পরের বছর অর্থাৎ ২০০৬ সাল থেকে পাল্টে যায় তারিখটি। ১৪ মে-এর বদলে ১৭ মে এই বিশেষ দিন পালন করা শুরু হয়। সেই বছর থেকে এখনও পর্যন্ত প্রতি বছর ১৭ মে তারিখেই পালন করা হয় বিশ্ব হাইপারটেনশন দিবস। (Freepik)