Karnataka CM: কর্ণাটকে মুখ্যমন্ত্রীর কুর্সির লড়াই, শিবকুমারের ভাগ্যে শিকে ছিঁড়বে? জানুন ১০ আপডেট

কর্ণাটকের মুখ্যমন্ত্রীর চেয়ারে কে বসবেন? এনিয়ে লড়াইয়ে ইতি পড়েনি এখনও। তবে সূত্রের খবর, প্রদেশ কংগ্রেস সভাপতি ডিকে শিবকুমার পরিষ্কার জানিয়ে দিয়েছেন ওই উপমুখ্যমন্ত্রীর চেয়ারে বসার জন্য আমি একেবারেই তৈরি নই।

এবার দেখে নেওয়া যাক কর্ণাটকের মুখ্যমন্ত্রী কুর্সিকে কেন্দ্র করে প্রতিযোগিতা এখন কোথায় দাঁড়িয়ে রয়েছে…

১. সূত্রের খবর, ডিকে শিবকুমার নাকি ইতিমধ্য়েই জানতে চেয়েছেন সিদ্ধারামাইয়া ঠিক কী করেছেন গত তিনবছরে এটা জানাতে হবে।

২. এদিকে সিদ্ধারামাইয়া আবার তার দিকে পাল্লা ভারী করার জন্য ও জনপ্রিয়তা বৃদ্ধি দেখানোর জন্য নানা চেষ্টা করে যাচ্ছেন। তার দিকে যে বিধায়কের সংখ্যা বেশি সেটা প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে।

৩. এদিকে ডিকে শিবকুমারকে ডেপুটি সিএমের পোস্ট দেওয়া হতে পারে। তাকে অন্তত আরও ছটি পোর্টফোলিও দেওয়া হতে পারে বলেও সূত্রের খবর।

৪. এদিকে মল্লিকার্জুন খাড়গে ও রাহুল গান্ধীর সঙ্গে শিবকুমার মিটিংয়ে বসেছিলেন বলে খবর। তবে এনিয়ে ডিকে শিবকুমারকে প্রশ্ন করা হলে তিনি বলেন, কিচ্ছু নয়, কোনও আলোচনা নয়। শুধু প্রণাম।

৫. এদিকে সূত্রের খবর, কর্ণাটকের পরবর্তী মুখ্যমন্ত্রী হতে পারেন সিদ্ধারামাইয়া। আগামী বৃহস্পতিবার তিনি শপথ নিতে পারেন।

৬. তবে এই জল্পনা উড়িয়ে দিয়েছেন কংগ্রেস নেতৃত্ব। তাঁদের দাবি এখনও সিদ্ধান্ত হয়নি।

৭. এআইসিসি ইন চার্জ রণদীপ সিং সূর্যেওয়ালা জানিয়েছেন, কোনও গুজবে কান দেবেন না। কর্ণাটকে পাঁচ বছরের স্থায়ী সরকার হবে।

৮. তবে সূত্রের খবর সিদ্ধারামাইয়া এখনও পর্যন্ত কিছুটা এগিয়ে রয়েছেন। তবে শিবকুমার বার বারই প্রমাণ করার চেষ্টা করেছেন দলের জয়ে তাঁর ভূমিকাই বেশি।

৯. এদিকে শিবকুমার ও সিদ্ধারামাইয়া আলাদা করে রাহুল গান্ধীর সঙ্গে দেখা করেছিলেন।

১০.খাড়গের সঙ্গেও তাঁরা আলাদা করে দেখা করেছেন বলে খবর।

তবে কার ভাগ্যে মুখ্যমন্ত্রী চেয়ার জুটবে, কার ভাগ্য়ে শিকে ছিঁড়বে তা নিয়ে এখনও কিছুটা অপেক্ষা করতে হবে।