Manchester City Thrash Real Madrid 4-0 To Enter UEFA Champions League Final


ম্যাঞ্চেস্টার: সান্তিয়াগো বার্নাবেউতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর চ্যাম্পিয়ন্স লিগের (UEFA Champions League) দ্বিতীয় সেমিফাইনালের প্রথম লেগে ১-১ ড্র করেছিল রিয়াল মাদ্রিদ (Real Madrid) ও ম্যাঞ্চেস্টার সিটি (Manchester City)। ফুটবলপ্রেমীরা এতিহাদ স্টেডিয়ামেও এমনই এক টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচ দেখার আশায় ছিলেন। তবে কার্যত একপেশেভাবে লস ব্ল্যাঙ্কোসকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে চ্য়াম্পিয়ন্স লিগ ফাইনালে নিজেদের জায়গা পাকা করে নিল সিটি। ইস্তানবুলে খেতাবি লড়াইয়ে ইন্টার মিলানের মুখোমুখি হবে পেপ গুয়ার্দিওলার দল।

বার্নাবেউতে নিজের অনবদ্য গোল এবং পাসিং গেমে নজর কেড়েছিলেন কেভিন ডি ব্রুইন। বুধবার (ভারতীয় সময় অনুযায়ী বৃহস্পতিবার মধ্যরাত) এতিহাদে নিজের খেলায় মঞ্চ মাতালেন বার্নাডো সিলভা (Bernardo Silva)। স্পেনের রাজধানীতে আরলিং হালান্ড নিজের ছাপ ফেলতে ব্যর্থ হন। তবে নাগাড়ে দ্বিতীয় ম্যাচে যে তাঁকে একেবারে শান্ত রাখা যাবে না, তার পূর্বাভাস শুরু থেকেই পাওয়া যায়। থিবো কুর্তোয়া এক দারুণ সেভ না করলে হালান্ডই ম্যাচের ১৩ মিনিটের মাথায় সিটিকে এগিয়ে দিতে পারতেন।

তবে মিনিট দশেক পরেই বার্নাডো সিলভার গোলে ম্যাচে প্রথমবার লিড নেয় সিটি। ৩৭ মিনিটের মাথায় সিটির হয়ে সিলভাই ব্যবধান দ্বিগুণ করেন। প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগে টনি ক্রুস রিয়ালের হয়ে ব্যবধান কমানোর খুব কাছাকাছি চলে এসেছিলেন। তবে তাঁর শট বারে লেগে ফিরে আসে। দ্বিতীয়ার্ধে রিয়ালের খেলার উন্নতি হলেও, ম্যান সিটি ম্যাচে নিজেদের দখল কখনও আলগা করনি। ৭৬ মিনিটের মাথায় ডি ব্রুইনের ফ্রি-কক থেকে সুইস ডিফেন্ডার ম্যানুয়েল আকাঞ্জি ম্যাচে তৃতীয়বার রিয়ালের জালে বল জড়িয়ে দেওয়ার পর ম্যাচের ভাগ্য কার্যত নিশ্চিতই হয়ে গিয়েছিল।

তবে রিয়াল মাদ্রিদ ১৪ বারের চ্যাম্পিয়ন্স লিগজয়ী দল। এর আগেও বহুবার পিছিয়ে পড়েও, কার্যত অসম্ভব জায়গা থেকে জয় ছিনিয়ে নিতে দেখা গিয়েছে লস ব্লাঙ্কোসকে। তবে এই ম্যাচে তেমনটা হয়নি। উপরন্তু, ম্যাচের ইনজুরি টাইমে মাঠে নামার প্রায় সঙ্গে সঙ্গেই জুলিয়ান আলভারেজ সিটির হয়ে ম্যাচের চতুর্থ গোলটি করেন। ১০ জুন নিজেদের প্রথম চ্যাম্পিয়ন্স লিগ জয়ের আশায় তুরস্কতে মাঠে নামবে সিটি। এই ম্যাচ জিতে সিটির কিন্তু ট্রেবেল জয়ের সুযোগ এখনও রয়েছে। পাশাপাশি জুলিয়ান আলভারেজ বা লাউতারো মার্টিনেজের একজনের সামনে মাত্র দশ খেলোয়াড় হিসাবে বিশ্বকাপ জয়ের মরসুমেই চ্যাম্পিয়ন্স লিগ

েতার হাতছানিও রয়েছে। 

আরও পড়ুন: প্রচণ্ড গরম থেকে শরীরকে বাঁচাতে পাতে রাখুন এই খাবারগুলি