ক্যারম খেলা নিয়ে সংঘর্ষে প্রাণ গেলো ২ জনের

কুষ্টিয়ায় ক্যারম খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ছয় জন। শুক্রবার (১৯ মে) রাত ৯টার দিকে সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের বোয়ালদাহ গ্রামের কান্তিনগর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সদর উপজেলার বোয়ালদাহ গ্রামের কান্তিনগর এলাকার মৃত আবুল খায়েরের ছেলে ওমর আলী (৬৫) ও একই এলাকার সুকরান সরদারের ছেলে মিরাজ সরদার (৫০)। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, রাতে কান্তিনগর বোয়ালদহ এলাকায় ক্যারম খেলা চলছিল। খেলার মধ্যে দুই পক্ষের বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় ওমর আলী ও মিরাজ সরদার গুরুতর আহত হন। তাদেরকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাটশ হরিপুর ইউনিয়নের চেয়ারম্যান এম মুশতাক হোসেন বলেন, হঠাৎ ক্যারম খেলাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। তবে তাদের মধ্যে কোনও পূর্বশত্রুতা ছিল না।

কুষ্টিয়া মডেল থানার ওসি শাহাদৎ হোসেন বলেন, সংঘর্ষের ঘটনায় দুই জন নিহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।