বৃষ্টিতে জবুথবু কানে হ্যারিসন ফোর্ডকে ঘিরে উন্মাদনা

হলিউড সুপারস্টার জনি ডেপকে দিয়ে ১৬ মে শুরু হয়ে কান চলচ্চিত্র উৎসবের ৭৬তম আসর গড়ালো চতুর্থ দিনে। শুক্রবার (১৯ মে) অতিথিদের জন্য দিনটি বেশ গুরুত্বপূর্ণ ছিল। কারণ, হলিউডের বর্ষীয়ান অভিনেতা হ্যারিসন ফোর্ডের সঙ্গে মুখোমুখি বসার সুযোগ এসেছে হাতের মুঠোয়। অথচ সকাল থেকে সেই মুঠোতে সবাই ছাতা ধরে জবুথবু! উৎসব উপভোগের জন্য কানসৈকতে আসার চার দিনের মাথায় এমন ‌‘ক্যাটস অ্যান্ড ডগ’ দেখতে পেলেন অতিথিরা।

বৃষ্টি দমাতে পারেনি ফোর্ডের ভক্ত-সমালোচক-সাংবাদিকদের। কেউ ভিজে, অনেকেই ছাতা মাথায় কিংবা রেইনকোট গায়ে জড়িয়ে নির্ধারিত সময়ের অনেক আগেই হাজির হন পালে দে ফেস্টিভ্যাল ভবনের সংবাদ সম্মেলন কক্ষে। স্থানীয় সময় বেলা সাড়ে ১২টায় (বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৪টা) ছিল উৎসব কর্তৃপক্ষের এই আয়োজন।

সংবাদ সম্মেলনের শুরু সাড়ে ১২টায় হলেও, সকাল সাড়ে ১০টা থেকে দীর্ঘ লাইন সম্মেলনের ফটকে। পুরো কক্ষ গমগম করছিল সাংবাদিকদের উপস্থিতিতে। ঠিক সময়েই হাজির হলেন ৮০ বছর বয়সী হ্যারিসন ফোর্ড। তার সঙ্গে ‘ইন্ডিয়ানা জোন্স অ্যান্ড দ্য ডায়াল অব ডেসটিনি’র কয়েকজন কলাকুশলী।

চার দশক ধরে ‘ইন্ডিয়ানা জোন্স’ ফ্র্যাঞ্চাইজের পাঁচটি চলচ্চিত্রে অভিনয় করেছেন হ্যারিসন ফোর্ড। সংবাদ সম্মেলনে এসেই তিনি জানালেন, এই দীর্ঘ যাত্রা (চরিত্র) থেকে এবার আনুষ্ঠানিকভাবে অবসর নিতে প্রস্তুত। মজার ছলেই বললেন, ‘এখনও কি স্পষ্ট নয়, আমাকে এবার বসতে হবে, খানিকটা বিশ্রাম নিতে হবে।’

কানের অফিসিয়াল সিলেকশনে থাকা জেমস ম্যানগোল্ড পরিচালিত ‘ইন্ডিয়ানা জোন্স অ্যান্ড দ্য ডায়াল অব ডেসটিনি’ প্রতিযোগিতার বাইরে থাকলেও আসরের সবচেয়ে আলোচিত ছবির মধ্যে অন্যতম। 

দুঃসাহসী প্রত্নতাত্ত্বিক ইন্ডিয়ানা জোন্স চরিত্রে এটি ফোর্ডের চতুর্থ কাজ। সর্বশেষ ২০০৮ সালে ‘ইন্ডিয়ানা জোনস অ্যান্ড দ্য কিংডম অব দ্য ক্রিস্টাল স্কাল’ ছবিতে এই ভূমিকায় দেখা গেছে তাকে। সেটিরও ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছিল কান উৎসবে।

কান উৎসবের সম্মানসূচক স্বর্ণপাম পেয়েছেন হ্যারিসন ফোর্ড

গত ১৮ মে (বৃহস্পতিবার রাতে) ‘ইন্ডিয়ানা জোন্স অ্যান্ড দ্য ডায়াল অব ডেসটিনি’ দেখানো হয় গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে। এর আগে হ্যারিসন ফোর্ডকে আয়োজকরা দিয়েছে সম্মানসূচক স্বর্ণপাম। তখন থিয়েটারে উপস্থিত প্রায় আড়াই হাজার দর্শক তার নাম ধরে সোরগোল করেছে, সেই সঙ্গে ছিল করতালি। তার বর্ণাঢ্য হলিউড ক্যারিয়ারে রয়েছে ‘স্টার ওয়ার্স’ এবং ‘ব্লেড রানার ২০৪৯’-এর মতো ব্লকবাস্টার থেকে ‘দ্য ফিউজিটিভ’ এবং ‘উইটনেস’-এর মতো প্রশংসিত ছবি।

কান উৎসবের সংবাদ সম্মেলনে হ্যারিসন ফোর্ড ও ‘ইন্ডিয়ানা জোন্স অ্যান্ড দ্য ডায়াল অব ডেস্টিনি’ ছবির কলাকুশলীরা

‘ইন্ডিয়ানা জোন্স অ্যান্ড দ্য ডায়াল অব ডেসটিনি’তে ফোর্ডকে কম বয়সী গেটআপে দেখে অনেকেই ভাবছেন, পরের কিস্তিতেও হয়তো তিনি ফিরে আসবেন! শুক্রবারের সংবাদ সম্মেলনে সেই সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে এই অভিনেতা পুরোপুরি নাকচ করে দিয়েছেন। বলেছেন, ‘ছবিতে আমাকে যা দেখেছেন এটি ফটোশপ, জাদু নয়। ৩৫ বছর আগে আমি এমনই দেখতে ছিলাম। যদিও বাস্তবে আমি এখন আর তেমনটা নেই। ছবিতে সেটা সম্ভব হয়েছে কৌশলী নির্মাণের কারণে। এটি শুধু কৌশলই না, বলা যায় গল্পের প্রয়োজনে করা হয়েছে। আমি মনে করি, এটি খুব দক্ষতার সঙ্গে করা হয়েছে। পর্দায় নিজেকে দেখে আমি নিজেও খুব খুশি।’

সাংবাদিক প্যানেল থেকে একজন নারী মন্তব্য করেন, ফোর্ড এখনও বেশ ‘হট’! কারণ এই সিনেমার একটি দৃশ্য উপভোগ করেছেন সেই সাংবাদিক, যেখানে এই তারকা জামা খুলে দেখিয়েছেন তিনি এখনও কত নবীন! এমন অভিমতের প্রতিক্রিয়ায় ফোর্ড বেশ অবাক হয়েছেন। মজা করে বলেছেন, ‘দেখুন আমি এই শরীর দিয়ে অনেক আশীর্বাদ ও ভালোবাসা পেয়েছি। সিনেমার দৃশ্যটি লক্ষ্য করার জন্য ধন্যবাদ।’

সংবাদ সম্মেলনে হ্যারিসন ফোর্ডের দুই পাশে ছিলেন সহশিল্পী ম্যাডস মিকেলসেন, ফিবি ওয়ালার-ব্রিজ, বয়েড হলব্রুক, পরিচালক জেমস ম্যানগোল্ড।

এদিকে হ্যারিসন ফোর্ডের সঙ্গে দীর্ঘ এই প্রশ্নোত্তর পর্ব শেষে স্থানীয় সময় বিকাল ৩টা নাগাদ পালে দে ফেস্টিভ্যাল ভবনের বাইরে উঠে গেছে রোদ, থেমেছে ঝিরিঝিরি বৃষ্টি। মুঠো থেকে নেমেছে ছাতা, নেমেছে চলচ্চিত্রপ্রেমীদের ঢল। বিকাল থেকে আবারও জমজমাট হয়েছে লালগালিচাসহ পুরো ভবনজুড়ে বিভিন্ন সিনেমার প্রদর্শনী।