IPL 2023 Exclusive: Gautam Gambhir And Naveen Ul Haq Targeted By Eden Gardens Crowd, Slogan Of Virat Kohli Hurled At Them


সন্দীপ সরকার: অধিনায়ক হিসাবে তিনি কলকাতা নাইট রাইডার্সকে (KKR) জোড়া আইপিএল ট্রফি দিয়েছেন। এক সময় গোটা গ্যালারি তাঁর নামে গর্জন করত। জয়োধ্বনি দিত।

সেই গৌতম গম্ভীর শনিবার রাতে ইডেন ছাড়লেন অন্যরকম এক স্মৃতি নিয়ে। ইডেন গ্যালারি থেকে তাঁর দিকে উড়ে গেল বিদ্রুপ!

কোনও কটূক্তি নয়। তবে ইডেনে ম্যাচ দেখতে আসা দর্শক গম্ভীরকে দেখেই বিরাট কোহলির নামে জয়োধ্বনি দিল। বাদ গেলেন না নবীর উল হকও। আফগান ক্রিকেটারকে দেখলেই ক্লাব হাউসের আপার টিয়ার থেকে ক্রিকেটপ্রেমীদের একাংশ কোহলির নামে জয়োধ্বনি দিল।

গৌতম গম্ভীর (Gautam Gambhir) বনাম বিরাট কোহলি (Virat Kohli) তিক্ততা কি কিছুতেই ঘুচবে না?

উত্তরোত্তর বেড়েই চলবে?

লখনউ সুপার জায়ান্টস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB) ম্যাচের পর বেশ কয়েকদিন কেটে গিয়েছে। এখনও বিরাট কোহলি ও গৌতম গম্ভীরের বিবাদ নিয়ে চর্চা চলছে।

লখনউ সুপার জায়ান্টস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (LSG vs RCB) ম্যাচের শেষে বচসায় জড়িয়েছিলেন দুজনে। গৌতম গম্ভীর (Gautam Gambhir)। লখনউ সুপার জায়ান্টসের মেন্টর হিসাবে যিনি কাজ করছেন। এবং বিরাট কোহলি (Virat Kohli)। আরসিবির সেরা তারকা। সেই ম্যাচে নবীন উল হকের সঙ্গেও বিবাদ হয় কোহলির। কোহলি ও গম্ভীর, দুজনেরই মোটা অঙ্কের জরিমানা করা হয়। আইপিএলের শৃঙ্খলারক্ষা কমিটি দুজনেরই ম্যাচ ফি-র একশো শতাংশ জরিমানা করে।

কত সেই জরিমানার পরিমাণ? কোহলির ক্ষেত্রে প্রায় ১ কোটি টাকা। কারণ ম্যাচ প্রতি প্রায় ১ কোটি টাকা পেয়ে থাকেন বিরাট। গম্ভীরের ম্যাচ ফি প্রকাশ্যে আসেনি। তবে কয়েকটি সূত্র দাবি করেছে যে, ম্যাচ প্রতি ২৫ লক্ষ টাকা পান গৌতি। 

দুই ক্রিকেটারের অনুরাগীরাও এই দ্বৈরথে বারবার জড়িয়ে পড়ছেন। হায়দরাবাদে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচের সময়ও লখনউ সুপার জায়ান্টসের মেন্টরকে গ্যালারির টিপ্পনি হজম করতে হয়েছিল। গম্ভীরকে দেখে গ্যালারি থেকে উড়ে গিয়েছিল বক্রোক্তি। কী সেই টিপ্পনি? গম্ভীরকে দেখা মাত্রই গ্যালারি থেকে চিৎকার শুরু হয়ে যায়, ‘কোহলি… কোহলি…’। অবশ্যই কটাক্ষ করার জন্য। গম্ভীর অবশ্য কোনও প্রতিক্রিয়া দেননি। শুধু একবার গ্যালারির ওই অংশের দিকে তাকিয়ে মাঠের বাইরে হাঁটা দিয়েছিলেন।

শনিবার ইডেনেও সেই একই ছবি। বিরাট ভক্তরা গম্ভীর ও নবীনকে দেখামাত্রই কোহলি… কোহলি… বলে স্লোগান তুললেন। বরফ গলার ইঙ্গিত নেই। বরং সমর্থকদের লড়াই না দুই তারকার দূরত্ব আরও বাড়িয়ে দেয়!

আরও পড়ুন: প্রচণ্ড গরম থেকে শরীরকে বাঁচাতে পাতে রাখুন এই খাবারগুলি