Suvendu on Abhishek: হিরো কেমন জিরো হয়, অপেক্ষা করুন, অভিষেকের জেরা চলাকালীন বললেন শুভেন্দু

অভিষেককে সিবিআইয়ের জেরার মধ্যেই মুখ খুললেন শুভেন্দু অধিকারী। শনিবার সন্ধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাঁর হুঁশিয়ারি, হিরো কেমন জিরো হয়, অপেক্ষা করুন।

এদিন শুভেন্দু বলেন, ‘এতক্ষণ ধরে যখন চলছে, তখন বাইরে থেকে মনে হয় প্রশ্ন করার মতো যথেষ্ট উপাদান রয়েছে। নইলে এতক্ষণ ধরে তো কেউ মূক ও বধির হয়ে বসে থাকতে পারে না? আজকে যার জিজ্ঞাসাবাদ হচ্ছে তার সঙ্গে কুন্তল ঘোষের সম্পর্ক সুবিদিত। মনে হচ্ছে যেন হিরো। ও তো সব রকম চেষ্টা করেছে। আজকে সকালেও সুপ্রিম কোর্টে গিয়ে স্পেশ্যাল লিভ নেওয়ার চেষ্টা করেছে। যাওয়াটা তো আটকাতে চেয়েছে। তার পরে বাধ্য হয়ে গিয়েছে। নব জোয়ার না তিহাড় জোয়ার সেটা বন্ধ রেখে উনি চলে এলেন। উনি হিন্দি সিনেমার হিরো। হিরো কেমন জিরো হয় অপেক্ষা করুন’।

শনিবার বেলা ১০.৫৮ মিনিটে সিবিআইয়ের তলবে হাজিরা দিতে নিজাম প্যালেসে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাত ৮টা ৪০ মিনিটে নিজাম প্যালেস থেকে বেরোন তিনি। কুন্তলের চিঠির প্রেক্ষিতে দায়ের মামলায় তাঁকে তলব করেছিল সিবিআই। কলকাতা হাইকোর্টসহ সমস্ত আদালত থেকে রক্ষাকবচ আদায়ের চেষ্টা করেও ব্যর্থ হয়ে এদিন হাজিরা দিতে কার্যত বাধ্য হন অভিষেক।