Bangla Jokes Collection: ছুটির দিনে দ্বিগুণ হাসি! পড়ে নিন দিনের সেরা ৫ জোকস, আর দিলখুশ করে ফেলুন

আজ রবিবার। ছুটির দিন। কিন্তু তার মধ্যেও কি মন খারাপ লাগছে? দিনটা শেষ হয়ে এল বলে? তাহলে এই শেষ বেলায় পড়ে নিন, দিনের সেরা ৫ জোকস। অন্তত একটু প্রাণখুলে হেসে নিতে পারবেন। 

(আরও পড়ুন: এবার হাসতেই হবে! প্রচণ্ড গরমের মধ্যে মন শীতল হবে এই ৫ জোকস পড়লে)

১। একবার দুই সরল লোকের দেখা। প্রথম জন একটি ছাগল নিয়ে যাচ্ছিলেন।
দ্বিতীয় জন: কী রে, ছাগলটাকে কোথায় নিয়ে যাচ্ছিস?
প্রথম জন: স্কুলে ভর্তি করাতে নিয়ে যাচ্ছি।
দ্বিতীয় জন: আমাকে কি বোকা পেয়েছিস? ছাগলকে স্কুলে ভর্তি করাবি কীভাবে? আজ তো রবিবার!

(আরও পড়ুন: মন ভালো করুন, কাজের ফাঁকে পড়ে নিন দিনের সেরা ৫ জোকস)

২। ভিক্ষুক গিয়ে দরজায় কড়া নাড়লো। বাড়ির মালকিন দরজা খুললেন।
ভিক্ষুক: মা গো! দুটো ভিক্ষা দিন, মা।
মহিলা: বাড়িতে মানুষ নেই, যাও।
ভিক্ষুক: আপনি যদি এক মিনিটের জন্য মানুষ হন, তাহলে খুব ভালো হত।

(আরও পড়ুন: একটু হাসুন, পড়ে নিন দিনের সেরা ৫ জোকস! অন্যকে ফরোয়ার্ড করে মনও জিতুন)

৩। অরুণাভর বউ: বিয়ের আগে তো বলেছিলে, রাজরানির মতো রাখবে। এখন তো দেখছি জীবনযাপন চাকরানির মতো চলছে।

অরুণাভ: দেশ চলছে গণতন্ত্রে। রাজতন্ত্র কবেই বিলুপ্ত হয়ে গেছে। এখন রাজরানি হবার সুযোগ কোথায়?

(আরও পড়ুন: বাছাই করা ৫ জোকস, নিজে হাসুন, অন্যকে পাঠিয়ে হাসতে সাহায্য করুন)

৪। ক্রিসমাসের আগে এক সান্তাক্লজ হোয়াইট হাউসে প্রেসিডেন্টের সঙ্গে দেখা করতে গিয়েছেন।
প্রেসিডেন্ট: আপনার জীবনের একটি ইচ্ছার কথা বলুন।
সান্তাক্লজ: আমি আগামিবার আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়াতে চাই।
প্রেসিনডেন্ট: আপনি কি পাগল হয়েছেন?
সান্তাক্লজ: এই গুণটা থাকা কী বাধ্যতামূলক?

(আরও পড়ুন: দিনের সেরা ৫ জোকস! পড়ে নিজে হাসুন, হোয়াটসঅ্যাপে পাঠিয়ে হয়ে যান চুটকি-চ্যাম্প )

৫। চকলেটের দোকানে এক পাকা ছেলের সঙ্গে দেখা এক ভদ্রলোকের।
ভদ্রলোক: খোকা, এত চকলেট খেও না। তোমার দাঁতে পোকা হবে, পেট খারাপ হবে, অল্প বয়সেই রোগ হবে।
খোকা: আপনি বুঝি অনেক দিন বাঁচতে চান?
ভদ্রলোক: অবশ্যই।
খোকা: আমার ঠাকুমার বয়স ১০৭ বছর।
ভদ্রলোক: তোমার ঠাকুমা নিশ্চয়ই ছোটবেলায় এত বেশি চকলেট খেতেন না।
খোকা: সেটা জানি না। তবে ঠাকুমা কখনও অন্যের ব্যাপারে নাক গলান না।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup