Biplab Dev: বহিরাগতরা নাক গলাচ্ছে, কাদের সম্পর্কে ওপরমহলে নালিশ করলেন ত্রিপুরার বিপ্লব দেব ?

ত্রিপুরা বিজেপির অন্দরে গোষ্ঠীদ্বন্দ্বের কথা মাঝেমধ্য়েই শোনা যায়। তবে এবার সেই দ্বন্দ্বের আরও বড় ইঙ্গিত মিলছে ত্রিপুরায়। রবিবার আগরতলায় সাংবাদিক বৈঠক করেন প্রাক্তন মুখ্য়মন্ত্রী বিপ্লব দেব। সেখানেই তিনি দলের অন্দরের নানা কাজকর্ম নিয়ে কিছুটা অসন্তোষ প্রকাশ করেছেন। এদিকে বিপ্লব দেবের এই মন্তব্যের পরে স্বাভাবিকভাবেই শোরগোল পড়েছে ত্রিপুরা বিজেপির অন্দরে। তবে কি অভিমান হয়েছে বিপ্লব দেবের? 

এদিন নিজের বাসভবনে সাংবাদিক বৈঠকে তিনি বলেন, আমাদের দল অত্যন্ত সুশৃঙ্খল। কিন্তু মাঝেমধ্যেই বহিরাগত লোকজনকে নাক গলাতে দেখছি। মোদী ও শাহের নেতৃত্বে আমরা নিজেরা দল চালাব। তাতে দল ও সরকার সঠিক পথে চলবে। কিন্তু বহিরাগতদের অনুপ্রবেশ ঘটেছে। তা শীর্ষ নেতৃত্বকে জানিয়েছি আমি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর পূর্ণ আস্থা রয়েছে আমার। ওঁর আশীর্বাদ মাথায় নিয়ে কাজ করার সুযোগ হয়েছে। আমাকে উনি যে দায়িত্ব পালন করতে বলবেন তা করব।

কিন্তু এখানেই প্রশ্ন, বহিরাগত বলতে তিনি ঠিক কাদের বোঝাতে চেয়েছেন? কাদের নিয়ে তিনি ওপরমহলে নালিশ করেছেন?  রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বিগতদিনে ত্রিপুরার মুখ্য়মন্ত্রীর চেয়ারে বসেছিলেন বিপ্লব দেব। কিন্তু পরবর্তীতে তাঁকে কার্যত সরিয়ে দেওয়া হয়। এরপর ক্ষমতার বৃত্ত থেকে ধীরে ধীরে কার্যত সরে যান তিনি। কিন্তু অনেকের মতে,ত্রিপুরা থেকে দীর্ঘদিনের বাম জমানাকে সরানোর কৃতিত্ব কিন্তু একটা সময় বিপ্লব দেবকেই দেওয়া হত। কিন্তু পরবর্তীতে সেই বিপ্লব দেব ধীরে ধীরে ক্ষমতা হারান। সেই জায়গায় উঠে আসেন মানিক সাহা। তবে কি সেই পুরানো দ্বন্দ্বকে সামনে এনে নতুন করে কার দিকে আঙুল তুললেন বিপ্লব দেব?

তবে অসন্তোষের পাশাপাশি বিপ্লব দেব জানিয়েছেন, দ্বিতীয় বার ত্রিপুরায় বিজেপি সরকার প্রতিষ্ঠিত হয়েছে। রাজ্যকে কমিউনিস্টদের হাত থেকে রক্ষা মুক্ত করার পর থেকে নিজের তরফে চেষ্টার কোনও খামতি রাখিনি আমি। প্রধানমন্ত্রীর নেতৃত্বে আস্থা রয়েছে আমার। আমাকে যে দায়িত্ব দেওয়া হবে তা নিষ্ঠাভরে পালন করব।

তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের প্রশ্ন, রাজ্যকে কমিউনিস্টদের হাত থেকে রক্ষা করার পরেও বিপ্লব দেব কি দলের অন্দরে সেভাবে গুরুত্ব পাচ্ছেন না? তার জেরেই কি এবার তাঁর অভিমানের বহিঃপ্রকাশ হচ্ছে?

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup