Suvendu Adhikari: অভিষেককে ‘সব থেকে বড় পাপিষ্ঠ’ আর রুজিরা ও মেনকাকে ‘চোর’ বললেন শুভেন্দু

অভিষেক – শুভেন্দুর আকচা আকচি ব্যক্তিগত পরিসরে ঢুকেছে অনেক আগেই। আর অভিষেক সিবিআই জেরার মুখোমুখি হওয়ায় ফের একবার তেড়েফুঁড়ে উঠেছেন শুভেন্দু। এদিন অভিষেককে সব থেকে বড় ‘পাপিষ্ঠ’ বলে কটাক্ষ করেন তিনি।

রবিবার অভিষেককে আক্রমণ করে শুভেন্দু বলেন, ‘বড় বড় কথা বলেন। রুজিরা নারুলার পরিচয়টা বার করুন। থাইল্যান্ডের রাজধানী ব্যাঙ্ককে কাশীকর্ণ শাখায় সরাসরি চার বছর কয়লার টাকা গেছে। ও কে হয়? বউকে চোর সাজিয়েছে এর থেকে বড় পাপিষ্ঠ আছে না কি’?

অভিষেককে তাঁর প্রশ্ন, ‘মেনকা গম্ভীর ওর কে হয়? লন্ডনে কোন অ্যাকাউন্টে টাকা গেছে? কেন হাইকোর্ট, সুপ্রিম কোর্টের সব রক্ষাকবচ উঠে গেছে? ওকে তো ছেড়ে রেখেছে এজেন্সি। আমি তো এজেন্সির বিরুদ্ধে বলব। রুজিরা নারুলা আর মেনকা গম্ভীরকে হেফাজতে নিয়ে কেন সিবিআই – ইডি জিজ্ঞাসাবাদ করছে না? কেন ছেড়ে রেখেছে চোরেদের? লিপস অ্যান্ড বাউন্ডসে বাবা মাকে ডায়রেক্টর করেছে। সুভাষ আগরওয়াল কোম্পানির মাধ্যমে ৪.৫ কোটি টাকা ঢুকেছে ১৫ – ১৬, ১৬ – ১৭ সালে। ভাবতে পারেন, গোটা বংশটাকে চোর বানিয়ে দিয়েছে’।

নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার বহিষ্কৃত তৃণমূল নেতা কুন্তল ঘোষের অভিযোগের ভিত্তিতে শনিবার তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রায় সাড়ে ৯ ঘণ্টা জেরা করে সিবিআই।