IPL 2023: Cameron Green Satisfied After First Hundred Credits Kieron Pollard For Range Hitting Training


মুম্বই: আইপিএলের (IPL 2023) প্লে-অফের লড়াইয়ে টিকে থাকতে নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে (Mumbai Indians) সানরাইজার্স হায়দরাবাদকে হারাতেই হত। কিন্তু ২০১ রানের টার্গেট যে কোনও পিচ, যে কোনও মাঠেই তাড়া করা সহজ নয়। এক্ষেত্রে মুম্বইয়ের হয়ে কাজটা বহুগুণ সহজ করে দিলেন ক্যামেরন গ্রিন (Cameron Green)। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে বিধ্বংসী এক শতরানের ইনিংস খেললেন অজি তারকা। ম্যাচ শেষে মুম্বই টিম ম্যানেজমেন্টের প্রশংসায় পঞ্চমুখ গ্রিন।

আইপিএলের সর্বকালের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ দামে, ১৭.৫ কোটি টাকায় গ্রিনকে নিলামে দলে নেয় রেকর্ড চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স। এত বিরাট মূল্যে কোনও দলে যোগ দিলে পারফর্ম করার চাপ থাকেই বটে। তেমন গ্রিন কিন্তু স্পষ্ট জানিয়ে দিচ্ছেন, তাঁর ওপর তাঁর দামের জন্য বাড়তি কোনও চাপ ছিল না। ‘গোটা সেটআপটাই দারুণ। সকলেই দারুণভাবে আমার দেখভাল করেছে। এত দামে দলে নেওয়া হয়েছে বলে বাড়তি কোনও চাপ ছিল না। পোলার্ডের কাছ থেকে কিন্তু আমি রেঞ্জ চিটিংয়ের বিষয়টা শিখেছি, যা ম্যাচেও আমায় সাহায্য করেছে।’

 

শুরুতেই অল্পরানে ঈশান কিষাণকে হারানোর পর, মুম্বইয়ের এই ম্যাচে রোহিত শর্মা ও গ্রিন দ্বিতীয় উইকেটে ১২৮ রান যোগ করেন। মাত্র ৪৭ বলে শতরানে অপরাজিত থাকেন গ্রিন। তাঁর ইনিংস সাজানো ছিল আটটি চার ও সমসংখ্যক ছক্কায়। তবে তিনি কিন্তু শতরানের চিন্তায় থিলেন না, বরং দলের তাড়াতাড়ি জয় পাওয়াটাই তাঁর কাছে অধিক গুরুত্বের ছিল। ‘রোহিতের সঙ্গে আমার পার্টনারশিপটা দারুণ ছিল। ওর মতো নেতা অপর প্রান্তে থাকাটা খুবই সাহায্য করেছে। শুরুতেই আগ্রাসীভাবে ব্যাট করাটা প্রয়োজনীয় ছিল। ঈশান এবং রোহিত আমার ওপরে এবং স্কাই (সূর্যকুমার যাদব) আমার পরে ব্যাটে নামত। স্কাই কিন্তু আমি ২০ রান বাকি থাকতেই ম্যাচ শেষ করতে বলেছিলাম। তবে শেষ পর্যন্ত কোনওক্রমে ম্যাচ জিতি।’

প্রসঙ্গত, এই ম্যাচে গ্রিনের শতরান বাদেও রোহিত শর্মা ৩৭ বলে ৫৬ রানের ইনিংস খেলেন। এই ম্যাচ জিতে প্লে-অফের আশা কয়েক ঘণ্টার জন্য অন্তত জিইয়ে রাখল মুম্বই ইন্ডিয়ান্স।

আরও পড়ুন: প্রচণ্ড গরমেও হবে না সমস্যা, ঘুমানোর ১ ঘণ্টা আগে যদি নেন এই ব্যবস্থা