Job in Bengal: উচ্চমাধ্যমিকের পরে কী নিয়ে পড়লে চট করে কাজ পাবেন?খোঁজ দিলেন ফিরহাদ

মাধ্যমিক কিংবা উচ্চমাধ্যমিক কী নিয়ে পড়লে মোটামুটি একটা চাকরি নিশ্চিত করা যাবে তা নিয়ে অভিভাবকদের দুশ্চিন্তার শেষ থাকে না। ঠিক কীভাবে পড়াশোনা করলে, কোন লাইনে গেলে একটি চাকরি জুটবে তা নিয়েও নানা খোঁজ নেন অভিভাবকরা। কিন্তু হিসাব যেন কিছুতেই মেলে না। পাস করেও বেকার হয়ে বাড়িতে বসে থাকেন অথবা ঠেকে আড্ডা দিতে বাধ্য় হন অনেকেই। এবার তাঁদের জন্যই আশার কথা শোনালেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।

মঙ্গলবার কলা মন্দিরে ইসলামিয়া হাসপাতালের স্কুল অফ নার্সিংয়ের পক্ষ থেকে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন মেয়র ফিরহাদ হাকিম। সেই অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি জানিয়েছেন, কিছু বছর আগেও কেরল, উত্তরপূর্বের নার্সের উপর নির্ভর কর কলকাতা। তবে এখন তার কিছুটা পরিবর্তন হচ্ছে।

এদিন সেই অনুষ্ঠান থেকে বেরিয়ে ফিরহাদ বলেন, নার্সিংয়ের ট্রেনিং শুরু হল। যারা কৃতী তাদের সংবর্ধনা জানানো হল। আমাদের রাজ্যে নার্সিংয়ের অনেক ঘাটতি রয়েছে। আরও নার্সিং কলেজের দরকার আছে। আমি আপনাদের মাধ্যমে উচ্চমাধ্যমিক যারা পাস করছেন তাদেরকে অনুরোধ করব আপনারা ফর্ম ফিল আপ করুন। জিএনএম নার্সিং। যে কোর্সগুলো করলে চট করে চাকরি পাওয়া যায় সেগুলো করুন। আমি অনেক মেয়েকে দেখেছি ভূগোল, ইতিহাস নিয়ে পড়তে চাইছে। তবে এখন টেকনিকাল এডুকেশনের দরকার বেশি। পেশামুখী শিক্ষার বেশি প্রয়োজন। নার্সিং একটা খুব বড় জায়গা। যেখানে সেবাও করা যায় আবার খুব তাড়াতাড়ি কাজ পাওয়া যায়। আমরা আরও চেষ্টা করছি এর শক্তি যাতে আরও পাওয়া যায়। নার্স পাওয়া যাচ্ছে না। পশ্চিমবঙ্গে অ্য়াকিউট সর্টেজ অফ নার্স রয়েছে। আস্তে আস্তে বেড়েছে। অনেকটা বাড়াতে হবে। জানিয়েছেন ফিরহাদ হাকিম।

তবে ওয়াকিবহাল মহলের মতে, এদিন ফিরহাদ হাকিমের এই বক্তব্য নিঃসন্দেহে অনেকের দুশ্চিন্তা দূর করবে। নার্সিং নিয়ে পড়ে আগামীদিনে কী হবে তা নিয়ে যারা চিন্তায় ছিলেন তাঁদের জন্য বড় আশ্বাস দিলেন মমতা বন্দ্য়োপাধ্যায়ের মন্ত্রিসভার অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য।