Pension at doorstep: এবার ওই রাজ্যে দুয়ারে পেনশন, ব্যাঙ্ক অ্য়াকাউন্টে নয়,ঘরে বসে টাকা পাবেন প্রবীণরা

দেবব্রত মোহান্তি

মধু বাবু পেনশন যোজনার আওতায় যারা ওড়িশায় পেনশন পান আগামী মাস থেকে তাদের নগদে পেনশন নিতে হবে। আর তাঁদের ব্যাঙ্ক অ্য়াকাউন্টে টাকা যাবে না।

২০০৮ সালে জানুয়ারি মাস থেকে এই মধুবাবু পেনশন যোজনা চালু হয়েছিল। ৬০ বছরের বেশি বয়সি, বিধবা, কুষ্ঠ রোগী যাদের দেখার ক্ষেত্রে সমস্যা, যারা বিশেষভাবে সক্ষম, এইডস রোগী অথবা এইডস রোগীদের স্ত্রীদের জন্য় এই পেনশন।

৬০-৭৯ বছর যাদের বয়স তারা মাসে ৫০০ টাকা করে পান আবার ৮০ বছরের বেশি যাদের বয়স তারা পান ৭০০ টাকা করে। ২০১৯ সালের নভেম্বর মাস থেকে এতদিন তাদের অ্য়াকাউন্টে টাকা দেওয়া হত। এবার তাদের নগদে টাকা দেওয়া হবে।

মন্ত্রী অশোক পাণ্ডা জানিয়েছেন, বৃদ্ধ ও অক্ষম পেনশনভোগী যারা কেন্দ্রে যেতে পারবেন না তাদের বাড়ির দরজায় পেনশন পৌঁছে দেওয়া হবে। কারণ অনেকেই ব্যাঙ্ক অ্য়াকাউন্ট থেকে টাকা তুলতে পারছেন না। তবে এবার নির্বাচিত জনপ্রতিনিধিরা উপভোক্তাদের হাতে টাকা পৌঁছে দেবেন।

এর আগে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার মোডে এই পেনশন বিলি করা হত। তবে তারও আগে একেবারে প্রথমে নগদে টাকা দেওয়া হত। সেই টাকাটাই এবার আগে মতো নগদে পৌঁছে দেওয়া হবে।

গত মাসে সুর্য হরিজন নামে ৭০ বছর বয়সি এক বৃদ্ধাকে দেখা গিয়েছিল খালি পায়ে চেয়ারে ধরে ধরে এসবিআই শাখায় পেনশন তুলতে যাচ্ছেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এনিয়ে টুইট করেছিলেন। এরপর এসবিআই জানিয়েছিল উপভোক্তার হাতে পেনশন তুলে দেওয়া হবে। আর সেই বৃদ্ধার গত সপ্তাহে মৃত্যু হয়েছে।

এদিকে ডিবিটির মাধ্যমে সকলের ব্যাঙ্ক অ্য়াকাউন্টে টাকা পৌঁছে যেত। কিন্তু সমস্ত পঞ্চায়েত এলাকায় এখনও ব্যাঙ্কের শাখা নেই। সেকারণেই তারা সমস্যায় পড়ছিলেন। এবার সেই চিন্তা দূর হল। ঘরে বসেই পাবেন পেনশন।