তথ্যে সন্তুষ্ট হলে সিদ্ধান্ত, নির্বাচন কমিশনার নিয়োগে রাজ্যের নাম খতিয়ে দেখছে রাজভবন

চলিত মাসের ২৯ তারিখ রাজ্যে নির্বাচন কমিশনার সৌরভ দাসের মেয়াদ শেষ হচ্ছে। নতুন কমিশনারের নাম প্রস্তাব করে রাজ্য ভবনে ফাইল পাঠিয়েছিল রাজ্য। কিন্তু রাজ্যপাল তাতে সম্মতি না দেওয়ায় রাজ্য নির্বাচন কমিশনার নিয়োগ নিয়ে জটিলতা বাড়ল।

নতুন নিবার্চন কমিশনার হিসাবে প্রাক্তন মুখ্যসচিব রাজীব সিনহার নাম পাঠিয়েছিল রাজ্য। সূত্রের খবর, গত ১৮ মে এই নাম পাঠানো হয় রাজভবনে। কিন্তু তারপর পাঁচদিন কেটে গেলেও কোনও উত্তর আসেনি রাজ্যপালের কাছ থেকে।

কেন সিদ্ধান্ত নিতে দেরি?

রাজভবন সূত্রে খবর, ফাইলটি ছাড়ার আগে রাজীব সিনহার বিষয়ে সব খতিয়ে জানতে চান রাজ্যপাল। তাই তিনি তাঁর সম্পর্কে সমস্ত তথ্য চেয়ে পাঠিয়েছেন। সে সব তথ্যে তিনি সন্তুষ্ট হলে তবে রাজীব সিনহার নামে শীলমোহর দেবেন। আবার অন্য একটি সূত্র বলছে, রাজ্যপাল যদি রাজীব সিনহার সমস্ত তথ্য সন্তুষ্ট না হন। তবে তিনি অন্য নাম চাইতে পারেন।

সাধারণত, রাজ্যের পাঠানো নির্বাচন কমিশনারের নামেই সিলমোহর দিতে হয় রাজ্যপালকে। সেখানে রাজভবনের কোনও মত থাকে না।

ফের কি রাজ্য-রাজ্যপাল সংঘাত?

রাজ্য নির্বাচন কমিশনার নিয়োগের ফাইলে যদি রাজ্যপাল সই না করেন তবে নতুন করে সংঘাতের পরিস্থিতি তৈরি হবে। তবে রাজীব সিনহার তথ্য যদি তিনি সন্তুষ্ট হন তবে কমিশনার নিয়োগের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেবেন তিনি।

(পড়তে পারেন। আর তো ছ’মাস, এর মধ্যে মিরাকল কিছু যদি ঘটে! কিসের ইঙ্গিত মমতার)

কবে হবে পঞ্চায়েত ভোট

 কবে হবে পঞ্চায়েত ভোট সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। পঞ্চায়েত ভোট যবেই হোক না কেন তার প্রস্তুতি নিয়ে রেখেছেন বতর্মান নির্বাচন কমিশনার সৌরভ দাস। ফলে নুতন কমিশনারের নাম ঘোষণা করা হলে বেশি সময় লাগবে না নিবার্চন ঘোষণা করতে। তাই কবে রাজ্যপাল ফাইলটি ছাড়েন সে দিকেই তাকিয়ে রাজ্য। রাজভবন সূত্রে খবর, চলতি সপ্তাহে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেন রাজ্যপাল।