‌‌তৃণমূলে নব জোয়ারের প্রচারে নতুন গান প্রকাশ, মিউজিক ভিডিয়ো’‌তে লড়াইয়ের বার্তা

এখন রাজ্যজুড়ে তৃণমূলের নব জোয়ার কর্মসূচি চলছে। এই নব জোয়ার কর্মসূচিকে ৮ থেকে ৮০ বছরে পৌঁছে দিতে এবার নতুন গান সামনে নিয়ে এল তৃণমূল কংগ্রেস। উন্মাদনায় ভরপুর সুর এবং অনুপ্রেরণা দিয়ে গানের মাধ্যমে তৃণমূলে নব জোয়ারের মূল বক্তব্য উপস্থাপন করা হয়েছে এখানে। আজ, মঙ্গলবার প্রচারের গান এবং মিউজিক ভিডিয়োটি প্রকাশিত করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় তা ছড়িয়ে পড়েছে। প্রচার অভিযানের এই গানটি দু’‌মাসের জনসংযোগ যাত্রার শেষে জনগণের জন্য জয়ের অঙ্গীকার করে সামনে আনা হয়েছে।

এদিকে তৃণমূলে নব জোয়ার প্রচার অভিযানের গানটিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘‌সঠিক প্রার্থীদের’‌ নির্বাচন নিশ্চিত করার বার্তা দেওয়া হয়েছে। আসন্ন পঞ্চায়েত নির্বাচনের জন্য গণভোটের মাধ্যমে প্রার্থী নির্বাচন করার লক্ষ্য এখানে তুলে ধরা হয়েছে। তৃণমূলে নব জোয়ারের গান পরিবেশনের মূল অর্থ ‘‌বন্ধ দরজা ভেঙে’‌ এবং জনগণকে তাদের নিজস্ব প্রার্থী বাছাই করার উৎসাহের স্বার্থে। ‘‌মানুষের পঞ্চায়েত’‌ গড়তে জনগণের উদ্দেশে এই গান তৈরি করা হয়েছে।

অন্যদিকে এই গানের মাধ্যমে লড়াইয়ের ডাক দেওয়া হয়েছে। মানুষের অধিকারের স্বার্থে লড়াই করার বার্তা এই গানের মাধ্যমে তুলে ধরা হয়েছে। ‘‌তৃণমূল নব জোয়ার, জিতব আমি জিতবে তুমি‌, উন্নয়ন হবে সবার’‌ কথাটি আছে প্রথম লাইনে। এই গানের মাধ্যমে মানুষ এগিয়ে এলে নির্বাচনী গণতন্ত্র আরও শক্তিশালী হবে বলে এখানে দাবি করা হয়েছে। এখানে বিরোধী দল সম্পর্কেও বলা হয়েছে। জনগণের ক্ষমতায়ন এবং কল্যাণকে অগ্রাধিকার দিয়ে বাংলার জনগণকে অত্যাচারী শাসনের বিরুদ্ধে লড়াই করার ঐতিহ্যকে জাগিয়ে তোলা যাবে বলে উল্লেখ করা হয়েছে।

আর কী জানা যাচ্ছে?‌ এই গানে বিভিন্ন স্থানীয় যন্ত্র, থিম, মোটিফ এবং শিল্পীদের ব্যবহারের মাধ্যমে বাংলার বিভিন্ন সম্প্রদায়কে সম্মান জানানো হয়েছে। প্রচারের গানটি দিয়ে অনুপ্রেরণা যাত্রার কথাও বর্ণনা করা হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ২৫ এপ্রিল থেকে যাত্রা শুরু করেছেন এবং রাজ্যের ১১টি জেলা জুড়ে জনসংযোগ করেছেন। ২৫টির বেশি রোড শো, ৪০টির বেশি বিশেষ অনুষ্ঠান এবং ৮০টির বেশি জনসমাবেশ করেছেন তিনি। সবটাই এই গানে তুলে ধরা হয়েছে।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup