Modi in Australia: শুনো শুনো হে দুনিয়াবালো…, অস্ট্রেলিয়ায় মোদীকে দেখে গান ধরলেন মহিলা, দেখুন Video

অস্ট্রেলিয়ার সিডনিতে পা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তাঁকে স্বাগত জানাতে হিন্দিতে গান গাইলেন এক মহিলা। সেই গানকে ঘিরে জোর চর্চা নেট দুনিয়ায়। সেই গান শুনে হাততালি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

কোয়াড লিডারদের নিয়ে সামিটে অংশ নিতে তিনদিনের অস্ট্রেলিয়া সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেখানেই মোদীকে গান গেয়ে অভ্যর্থনা জানালেন প্রবাসী ভারতীয়রা।

সেখানে এক মহিলা গান গাইলেন, শুনো শুনো হে দুনিয়াবালো…ভারত নে বুলায়া হ্য়ায়… মোদীজি নব ভারত কো আগে বাড়ানো হ্য়ায়…আর সেই গান শুনে হাততালি দেন মোদী।

বিদেশের মাটিতে বারবারই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ঘিরে উচ্ছাস তুঙ্গে। পাপুয়া নিউ গিনি থেকে অস্ট্রেলিয়ার সিডনি সর্বত্রই মোদীকে ঘিরে তীব্র উচ্ছাস। পাপুয়া নিউ গিনির প্রধানমন্ত্রী তো তাঁকে একেবারে তৃতীয় বিশ্বের নেতা বলে উল্লেখ করেছেন।

আসলে বিদেশের মাটিতে যেখানে পা দিচ্ছেন প্রধানমন্ত্রী সেখানেই একেবারে উষ্ণ অভ্য়র্থনা। কেউ মোদীকে দেখে পায়ে হাত দিয়ে প্রণাম করার জন্য় এগিয়ে আসছেন। কেউ আবার নব ভারতের গান গাইছেন। আর বিদেশের মাটিতে দেশের এই জয়গান শুনে, দেশকে ঘিরে এই আবেগকে দেখে আপ্লুত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে মূলত প্রবাসী ভারতীয়রা মোদীর সামনে রয়েছেন। অনেকেই সেই ভিডিয়ো রেকর্ডিং করছেন। একজন মহিলা ভারতের প্রধানমন্ত্রীর সামনে গান গাইতে শুরু করেন। নব ভারতের জয়গান গাইলেন তিনি। কয়েকজন মোদীর সঙ্গে সেলফিও তুলতে চান। সব মিলিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ঘিরে বাঁধ ভাঙা উচ্ছাস, অফুরন্ত আবেগ দেখা যাচ্ছে বিদেশের মাটিতে।