Rahul Gandhi Traveling in Truck Video: রাতে ট্রাকে সওয়ার হয়ে দিল্লি ছাড়লেন রাহুল গান্ধী, শুনলেন চালকের ‘মন কি বাত’

কয়েক মাস আগেই মানুষের মধ্যে মিশে গিয়ে ‘ভারত জোড়ো’ যাত্রায় হেঁটেছিলেন রাহুল গান্ধী। কংগ্রেসের সেই কর্মসূচির সঙ্গে জুড়েছিলেন কয়েক লাখ মানুষ। এরপরে কর্ণাটক নির্বাচনের প্রচারে গিয়েও বাসে চেপে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছিলেন রাহুল। রেস্তোরাঁতে গিয়ে মানুষের সঙ্গে বসে খাবার খেয়েছেন। এমনকী বাইকের পেছনে চেপে বেঙ্গালুরুর রাস্তায় ঘুরেছেন তিনি। পুনরায় সধারণ ভারতবাসীর সঙ্গে নাড়ির যোগ স্থাপন করে বিজেপির পথের কাঁটা হওয়াই লক্ষ্য রাহুলের। আর এই আবহে তাঁর নজরে ট্রাক চালকরা। গতকাল গভীর রাতে এক ট্রাকে চেপে চণ্ডীগড়ে গেলেন রাহুল। পথে সেই ট্রাকের চালকের থেকে তাদের সমস্যার কথা শুনলেন তিনি। রাহুলের এই ট্রাক সওয়ারির ভিডিয়ো ও ছবি পোস্ট করেছে কংগ্রেস। তা ইতিমধ্যেই ভাইরাল হয়েছে।

রাহুল গান্ধীর ট্রাকে সওয়ার হওয়ার ভিডিয়ো টুইট করে কংগ্রেসের তরফে ক্যাপশনে লেখা হয়, ‘জননায়ক রাহুল গান্ধী ট্রাক চালকদের সঙ্গে মিশে গিয়ে তাদের সমস্যার কথা জানতে ও বুঝতে চাইছেন। এর জন্য ট্রাকে করে তিনি দিল্লি থেকে চণ্ডীগড় পর্যন্ত যান। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, দেশে ৯০ লাখ ট্রাক চালক আছেন। তাদের অনেক সমস্যাই রয়েছে। রাহুল গান্ধী তাদেরই মনের কথা শোনার কাজ করলেন।’ অপর একটি পোস্টে রাহুলে ট্রাক সওয়ারির ছবি পোস্ট করে কংগ্রেস লেখে, ‘আপনাদের রাহুল গান্ধী, আপনাদের সঙ্গে।’ জানা গিয়েছে, হরিয়ানার অম্বালার কাছে ট্রাকটিতে চাপেন রাহুল গান্ধী। চালকের পাশের আসনে বসেই গোটা পথ পাড়ি দেন তিনি।

দেশে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সামগ্রী বিভিন্ন স্থানে নিয়ে যাওয়া হয় ট্রাকে করে। রাতে যখন গোটা দেশ ঘুমায়, তখনই মূলত নিজেদের কাজ করেন ট্রাক চালকরা। কারণ বেশির ভাগ শহরেই রাতের বেলাতেই ঢুকতে পারে ট্রাকগুলি। এই আবহে অনেক সময়ই পুলিশকে ঘুষ দিতে হয়। নাকা চেকিংয়ের নামে হেনস্থার শিকারও হতে হয় ট্রাক চালকদের। এই আবহে রাতে ট্রাকে চেপেই ট্রাক চালকদের সমস্যা বোঝার চেষ্টা করলেন রাহুল গান্ধী। জানা গিয়েছে, রাহুল শিমলা যাওয়ার পথে ট্রাকে করে চণ্ডীগড় পৌঁছান। শিমলায় রয়েছেন তাঁর মা সোনিয়া গান্ধী এবং বোন প্রিয়াঙ্কা। তাঁদের সঙ্গেই সময় কাটাতে সেখানে যাচ্ছেন রাহুল। তারই মাঝে সাধারণ ট্রাক চালকদের দুঃখ বোঝার চেষ্টা করলেন তিনি।