Mamata Banerjee: আর তো ছ’মাস, এর মধ্যে মিরাকল কিছু যদি ঘটে! কিসের ইঙ্গিত মমতার

লোকসভা নির্বাচনের আর বেশি দেরি নেই। তার আগেও ‘মিরাকেল'(অত্যাশ্চর্য) কিছু ঘটে যেতেই পারে। অর্থাৎ ভোটের আগে পড়ে যেতেও পারে মোদী সরকার। মঙ্গলবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল ও পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মানের সঙ্গে বৈঠকের পর যৌথ সাংবাদিক বৈঠকে এমনই ইঙ্গিত দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সাংবাদিক বৈঠকে মমতা বলেন, ‘আর তো ছ’মাসের ব্যাপার। এর মধ্যে যদি মিরাকল কিছু ঘটে যায়, তাহলে আগে চলে যেতে পারে (মোদী সরকার)। কে বলতে পারে আমি আজ আছি কাল নাও থাকতে পারি।’

দিল্লির আমলাদের নিয়োগ ও বদলির বিষয়ে সিদ্ধান্ত নিতে একটি কমিশন তৈরির জন্য আর্ডিন্যান্স জারি করেছে কেন্দ্র। এই অর্ডিন্যান্সকে স্থায়ী রূপ দিতে আসন্ন বাদল অধিবেশনে বিল আনতে পারে মোদী সরকার। এই বিলের বিরুদ্ধে বিরোধীদের একজোট করতে অবিজেপি মুখ্যমন্ত্রীদের সঙ্গে দেখা করেছ দিল্লি মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল। মঙ্গলবার তা নিয়ে আলোচনার জন্য নবান্নে এসেছিলেন আপ প্রধান। সঙ্গে ছিলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান, আপ নেতা রাঘব চাড্ডা ও অতশী।

বৈঠকে মুখ্যমন্ত্রী আশ্বাস দেন, অর্ডিন্যান্সের বিরুদ্ধে আপের লড়াইয়ে পাশে থাকবে তৃণমূল। বৈঠকে আলোচনা হয় বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ জোট তৈরির বিষয়েও। সাংবাদিক বৈঠকে মমতা বলেন, সংবিধান মানছে না বিজেপি। এজেন্সি দিয়ে, অ্যার্ডিন্যান্স জারি করে রাজ্যে নির্বাচিত অবিজেপি সরকারকে ফেলে দিয়ে চাইছে বিজেপি। এর বিরুদ্ধে অনেকেই ঐক্যবদ্ধ হয়েছে আরও করতে হবে। (পড়তে পারেন। কেন্দ্রের অর্ডিন্যান্সের বিরুদ্ধে আপের লড়াইয়ে থাকবে তৃণমূল, কেজরিওয়ালকে আশ্বাস মমতার) 

আপের দাবিকে সমর্থন জানানোর জন্য মমতাকে কৃতজ্ঞতা জানান দিল্লির মুখ্যমন্ত্রী। তিনি বলেন,’বিজেপি কোনও রাজ্যে বিরোধী সরকারকে কাজ করতে দেয় না। বাধা দেয় আমরা জানি কী ভাবে রাজ্যপালের পদকে কাজে লাগিয়ে পশ্চিমবঙ্গ সরকারের কাজে বাধা দেওয়া হয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দিয়ে বিরোধীদের ভয় দেখানো হচ্ছে।’