MI vs GT Score Live Updates: Mumbai Indians vs Gujarat Titans IPL 2023 Qualifier 2 Live streaming ball by ball commentary

তীব্র দাবদাহ। তাপমাত্রার পারদ ছুঁয়েছে ৪৩ ডিগ্রি সেলসিয়াস! আজ, শুক্রবার আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আইপিএলের (IPL 2023) কোয়ালিফায়ার টুয়ে যুযুধান দুই দল – গুজরাত টাইটান্স ও মুম্বই ইন্ডিয়ান্সকে লড়াই করতে হবে প্রবল গরমের সঙ্গেও।

আর এই আবহাওয়া চ্যালেঞ্জ বাড়িয়ে দিয়েছে কিউরেটরের। আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আজ মহারণ। সেই ম্যাচের পিচ কেমন হবে? প্রবল দাবদাহের জন্য উইকেট খুব শুকনো থাকার কথা। ম্যাচ চলাকালীন উইকেট ভেঙে যাবে না তো?

তীব্র রোদ থেকে বাঁচাতে পিচ ঢেকে রেখেছেন কিউরেটর। যাতে প্রখর রোদে বাইশ গজ ঝুরঝুরে না হয়ে যায়। এই মাঠে মোট ৯টি পিচ রয়েছে। তার মধ্যে গুজরাত বনাম মুম্বই ম্যাচ হচ্ছে যে বাইশ গজে, সেটায় খুব বেশি ম্য়াচ হয়নি। কিউরেটর পর্যাপ্ত পরিমানে জল দিয়েছেন। যাতে পিচে আর্দ্রতা থাকে। কিউরেটর জানিয়েছেন, উইকেটে গতি ও বাউন্স থাকবে। বল পড়ে ভালভাবে ব্যাটে যাবে। ফলে স্ট্রোক প্লেয়ারদের সুবিধা হবে। এখন আমদাবাদে শিশির খুব একটা পড়ছে না। তাই শিশিরে সমস্যা হবে না বলেই ধারণা। তাও কোনও ঝুঁকি নিতে চাইছেন না মাঠকর্মীরা। রাসায়ানিক স্প্রে করা হচ্ছে। ম্যাচের আগেও হবে।

কোয়ালিফায়ার টুয়ে শুক্রবার গুজরাত টাইটান্সের (Gujarat Titans) প্রতিপক্ষ পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। জিতলে ফাইনালের টিকিট। ট্রফি জয়ের আর একটি সুযোগ। হারলেই বিদায়।

বোলিংয়ে গুজরাতও পিছিয়ে নেই। টুর্নামেন্টের সেরা বোলারের তালিকায় প্রথম দুইয়ে হার্দিকের দুই যোদ্ধা – মহম্মদ শামি ও রশিদ খান। ২৬ উইকেট নিয়ে পার্পল ক্যাপ শামির দখলে। ২৫ উইকেট নিয়ে দুই নম্বরে রশিদ খান। মুম্বইয়ের বিরুদ্ধে দুজনের ফর্ম গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।