5000 new species: ৫০০০ নয়া প্রজাতির প্রাণী প্রশান্ত মহাসাগরের নীচে! কোন রহস্যের মিলল উত্তর

একটি নয়, দুটি নয়, একসঙ্গে পাঁচ হাজার। সংখ্যাটা শুনলে প্রথমেই যে কেউ চমকে উঠতে পারেন। কিন্তু চমকে উঠলেও এটাই সত্যি। প্রশান্ত মহাসাগরের বুকে সম্প্রতি বিজ্ঞানীরা খোঁজ পেয়েছেন পাঁচ হাজার নয়া প্রজাতির প্রাণী। বিশেষজ্ঞদের দাবি, এই বিশাল এই বিরাট সংখ্যক প্রজাতির ৮৮ থেকে ৯২ শতাংশ প্রাণীর নাকি আগে কখনও পৃথিবীতে খোঁজই মেলেনি। প্রশান্ত মহাসাগরের ক্লারিয়ন ক্লিপার্টন জোনে খোঁজ মিলেছে এই বিরাট সংখ্যক নয়া প্রজাতির কলোনির। এই ক্লারিয়ন ক্লিপার্টন জোন একটি অন্য কারণে বিখ্যাত। ব্যাটারির উপকরণ হিসেবে এই অঞ্চলে প্রচুর পরিমাণে খনিজ পদার্থের খোঁজ মেলে। সাধারণত সেই খনিজ পদার্থগুলিকেই এখান থেকে উত্তোলন করা হয়। তবে একই সঙ্গে এখানে প্রচুর পরিমাণে সামুদ্রিক প্রাণী ও বসবাস করে। তাদের বিরাট সংখ্যক অস্তিত্বের খোঁজ মিলল এবার।

আরও পড়ুন: মানসিক চাপে জেরবার? দুজনের মধ্যে এই ৫ সমস্যা নেই তো? সতর্ক করছেন বিশেষজ্ঞ

আরও পড়ুন: DSLR ক্যামেরাতেই বাজিমাত! ২ কোটি আলোকবর্ষ দূরে থাকা নক্ষত্রের ছবি তুলল ইসরো

বিশেষজ্ঞদের কথায়, এই বিশাল এলাকাটি প্রশান্ত মহাসাগরের ঠিক মধ্যস্থলের ৫০০০ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত।  গভীরতাতেও ৪০০০ থেকে ৫০০০ মিটার জলের নিচ পর্যন্ত চলে গিয়েছে এই বিশেষ জোন। মধ্য প্রশান্ত মহাসাগরের এই এলাকাতেই মিলেছে ৫০০০ নতুন প্রজাতির প্রাণীর খোঁজ। বিশেষজ্ঞদের কথায়, এই অঞ্চলে সমুদ্রের নিচে ভূতলকে অ্যাবিসাল সিফ্লোর বলা হয়। এটি একটি বিশেষ ধরনের কর্দমাক্ত পদক্ষেপ নিয়ে তৈরি হয়। এর মধ্যে থাকে এর মধ্যে থাকে ছোট ছোট নুড়ির আকারের কিছু ধাতব বস্তু। যার মধ্যে প্রচুর পরিমাণে কপার, নিকেল, আয়রন, ম্যাঙ্গানিজ ও বেশ কিছু বিরল মৌলিক যৌগ। 

গবেষণা পদ্ধতিটির প্রধান লেখক ম্যারিয়েল রাবন বলেন,গবেষক হিসেবে এই বিশাল সংখ্যক প্রাণীর তথ্য মানুষের কাছে তুলে ধরা হয়েছে। এদের জীববৈচিত্র্য রক্ষা করা মানুষেরই দায়িত্ব। গত ২৫ মে কারেন্ট বায়োলজি নামে বিখ্যাত বিজ্ঞান পত্রিকায় এই গবেষণাপত্রটি প্রকাশিত হয়। গবেষণা পত্রটিতে মধ্য প্রশান্ত মহাসাগরের ওই এলাকাটিকে ভবিষ্যতের হটস্পট হিসেবে উল্লেখ করা হয়েছে। গভীর সমুদ্রে খননের জন্য ওই এলাকাটিতে চিহ্নিত করা হয়েছে বিশেষভাবে। একইসঙ্গে এ-ও বলা হয়, এই প্রথম ওই অঞ্চলের প্রজাতির তথ্যগুলিকে নির্দিষ্ট ভাবে নথিভুক্ত করা হলো। 

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup