IPL 2023 Purple Cap Mohammed Shami Will Take The Cap Or Rashid Khan Overtake Him

আমদাবাদ : শেষ ল্যাপে বাজিমাত করবেন কে ? আইপিএলের শুরু থেকেই কার্যত ধুন্ধুমার লড়াই চলছে দুই সতীর্থের। এবার দেখার মহম্মদ শামিই (Mohammed Shami) শেষ হাসি হাসেন নাকি তাঁকে টেক্কা দেন রশিদ খান (Rashid Khan)। শেষপর্বে আবার গুজরাত টাইটান্সের অপর বোলার মোহিত শর্মা এসে গিয়েছেন গতবারে চ্যাম্পিয়নদের দুই বোলারের কাছে। যদিও খানিকটা পিছনে তিনি। এবারের আইপিএলে সর্বোচ্চ উইকেটশিকারি হওয়ার লড়াই মূলত শামি ও রশিদের মধ্যেই। যা জারি ফাইনাল ম্যাচের আগেও। তাই এবারের প্রতিযোগিতা পার্পল ক্যাপ তথা বেগুনি টুপি কার দখলে যাবে, সেজন্য অপেক্ষা করতে হবে আরও কয়েক ঘণ্টা।

ABP Ananda – Live TV

এবারের আইপিএলে (IPL 2023) সর্বোচ্চ রান সংগ্রহকারী হয়ে অরেঞ্জ ক্যাপ বা কমলা টুপি দখলের লড়াই শুভমন গিল (Subhman Gill) বাকিদের থেকে বেশ খানিকটা এগিয়ে গিয়েছেন। তবে সর্বোচ্চ উইকেটশিকারিদের তালিকার লড়াইটা রীতিমতো হাড্ডাহাড্ডি। এই মুহূর্তে পার্পল ক্যাপের দৌড়ে এগিয়ে রয়েছেন মহম্মদ শামি। ১৬ ম্যাচের শেষে শামির ঝুলিতে ২৮ উইকেট। আর রশিদের ঝুলিতে ২৭ উইকেট। তাই ফাইনালের মঞ্চে বদলে যেতে পারে যে কোনও সমীকরণ। মুম্বইয়ের বিরুদ্ধে কোয়ালিফায়ার দুইয়ে পাঁচটি উইকেট তুলে নিয়ে পার্পল ক্যাপের দৌড়ে মোট ২৪ উইকেট নিয়ে তিন নম্বরে উঠে এসেছেন মোহিত শর্মা (Mohit Sharma)। চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) প্রাক্তনী যদিও গতবারের আইপিএল চ্যাম্পিয়ন গুজরাতের জার্সিতে এবারে খেলেছেন এখনও পর্যন্ত ১৩ টি ম্যাচে। 

আইপিএলের শুরু থেকেই গুজরাত টাইটান্সকে লিগ তালিকার ওপরের দিকে ও পরে একেবারে মগডালে বসিয়ে রাখতে অন্যতম বড় ভূমিকা নিয়েছিলেন তাঁদের দুই বোলার মহম্মদ শামি ও রশিদ খান। একসঙ্গে বিপক্ষ শিবিরের চিন্তা বাড়ালেও সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকায় কার্যত ধুন্ধুমার লড়াই জারি থেকেছে দুই সতীর্থের মধ্যে। চলতি আইপিএলে একমাত্র হ্যাটট্রিক যেমন করেছেন রশিদ খান। তেমন আবার দুটি ম্যাচে ৪ টি করে উইকেট তুলে নিয়েছেন শামি। 

আরও পড়ুন- কমলা টুপি চাপিয়েই ঘুম, পাকাপাকিভাবে অরেঞ্জ ক্যাপের মালিক হওয়ার দোরগোড়া শুভমন

কোয়ালিফায়ার দুইতেই শামি-রশিদের উইকেট দখলের যে লড়াই বজায় ছিল। দু’জনই নিয়েছিলেন দুটি করে উইকেট। এবার দেখার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ফাইনাল ম্যাচে কে কাকে টেক্কা দেন। তাদের দ্বিতীয় মরসুমে দ্বিতীয়বার খেতাব জিততে হলে অবশ্য শামি ও রশিদ দু’জনকেই ফাইনালে সিএসকে-র বিরুদ্ধে ভাল ছন্দ মেলে ধরতে হবে বলেই মনে করছেন ক্রিকেটমহল।

আরও পড়ুন: শুধু বাইরে নয়, ঘরেও দরকার সান স্ক্রিন, মানেন অনেকেই