পথ দুর্ঘটনায় মা হনুমানের মৃত্যু পশ্চিম বর্ধমানে, মৃতদেহ আগলে চোখের জল শিশুর

‘‌মা’‌ শব্দটি ছোট হলেও অনুভূতি কিন্তু অনেক বড়। আর সেটা মানুষের মতোই অনুভব করে অন্যান্য জীবজন্তুরাও। আজ, বৃহস্পতিবার এমনই হৃদয়বিদারক দৃশ্য দেখল পশ্চিম বর্ধমানের অন্ডাল। অনুভূতি দিক থেকে তারা যে মানুষের থেকে কোনও অংশে কম নয় সেটা আজ দেখল জেলার আপামর জনগণ। মা ছাড়া যে জীবন চলা কঠিন সেটা আজ দেখিয়ে দিল শিশু হনুমান। পথ দুর্ঘটনায় তার মা মারা গিয়েছে। তার জেরে গোটা এলাকা ঘিরে ফেলেছে হনুমানের দল। আর চোখের জলে মা–কে হারানোর বেদনা এখন সাধারণ মানুষের চোখেও জল এনে দিয়েছে।

ঠিক কী ঘটেছে পশ্চিম বর্ধমানে?‌ স্থানীয় সূত্রে খবর, অন্ডালের উখড়ার শ্যামসুন্দরপুরে দলবদ্ধ হয়ে রাস্তা পার হচ্ছিল একদল হনুমান। তখনই প্রচন্ড গতিতে আসা একটি চার চাকার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একটি পূর্ণবয়স্ক হনুমানকে ধাক্কা মারে। তার জেরে ওই হনুমান ঘটনাস্থলেই মারা যায়। তখন থেকেই হনুমানের দল মৃত হনুমানকে আগলে রাখে। আর মা হনুমানকে আগলে রাখে হনুমানের শাবক। হাপুস নয়নে কাঁদতে থাকে। আর মায়ের সারা গায়ে আদর করতে থাকে। যে দৃশ্য দেখে ওখানকার স্থানীয় বাসিন্দারা পর্যন্ত কেঁদে ফেলেন। এমন মর্মস্পর্শী দৃশ্য সত্যিই বিরল। অবশেষে খবর দেওয়া হয় উখড়া বন দফতরে। এই ঘটনাকে ঘিরে ব্যাপক আলোড়ন ছড়িয়ে পড়েছে এলাকা জুড়ে।

তারপর ঠিক কী ঘটল?‌ মৃতদেহ আগলে রাস্তায় শোকে বিহ্বল হয়ে পড়ে শাবক হনুমান। চোখের জলে যেন মনের ঠিকানা ভাসিয়ে দিচ্ছে সে। আর সেই হনুমানের মৃতদেহ আগলে রাস্তায় বসে পড়ে বাকি হনুমানরা। মা–কে হারানোর যন্ত্রণায় আকুল শাবকও। যে তার মা–কে মেরেছে তাকে ধরতে পারেনি। ধরতে পারলে যে প্রতিশোধ নিত সেটা দেখা গেল এলাকা এবং মৃতদেহ ঘিরে ফেলাকে দেখে। মৃত হনুমানটির দেহ আগলে বসে থাকা বাকি হনুমানদেরও চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। এমন ঘটনা আগে কখনও দেখেননি স্থানীয় বাসিন্দারা।

আর কী জানা যাচ্ছে?‌ জানা গিয়েছে, ওই মৃত হনুমানটির সঙ্গে একটি শাবক ছিল। তাই মায়ের মৃত্যুতে আকুল হয়ে পড়েছে শাবক হনুমান। এক মুহূর্তও মৃত মাকে ছেড়ে একচুল নড়ছে না শাবক হনুমান। বাকি হনুমানরা তাকে সান্ত্বনা দিলেও মা হারানোর যন্ত্রণা সে ভুলতে পারছে না। তাই তো মাথায়, গায়ে, পায়ে হাত বুলিয়ে দিচ্ছে। আর চোখের জল ফেলে চলেছে। ওই মৃত হনুমানের কাছে কেউ গেলে তাড়া করছে গোটা দলবল। তাই সেখানে ঘেঁষা যাচ্ছে না। তবে বন দফতর এসে মৃতদেহ উদ্ধার করবে বলে জানা গিয়েছে। আপাতত শোকে আকুল রাম–ভক্তরা।