Jasprit Bumrah Hints At Returning To Cricket With Social Media Post

নয়াদিল্লি: ভারতীয় দলের (Indian Cricket Team) বোলিং বিভাগের নেতা মনে করা হয় তাঁকে। কিন্তু চোটের কারণে ২০২২-২৩ সালের সিংহভাগ সময়টাই মাঠের বাইরেই কাটাতে হয়েছে যশপ্রীত বুমরাকে (Jasprit Bumrah)। তবে অবশেষে ভারতীয় সমর্থকদের জন্য আশার আলো। সোশ্যাল মিডিয়া পোস্টে মাঠে প্রত্যাবর্তনের আভাস দিলেন ভারতের তারকা বোলার।

ABP Ananda – Live TV

ইঙ্গিতপূর্ণ পোস্ট

২৯ বছর বয়সি বুমরা সদ্যই নিজের সোশ্যাল মিডিয়ায় এক জোড়া জুতোর ছবি পোস্ট করেন। সেই ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘হ্যালো বন্ধু। আবার দেখা হল।’ প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই পিঠের চোটে ভুগছিলেন বুমরা। গত বছরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের পর থেকে আর প্রতিযোগিতামূলক ম্যাচ খেলতে দেখা যায়নি তাঁকে। ২৫ সেপ্টেম্বর ভারতের হয়ে শেষবার মাঠে নেমেছিলেন বুমরা। সেই দীর্ঘদিনের চোটের হাত থেকে রেহাই পাওয়ার লক্ষ্যেই এপ্রিল মাসে নিউজিল্যান্ডে পিঠের অস্ত্রোপ্রচার করান ভারতীয় তারকা। এই অস্ত্রোপ্রচারের পরেই দীর্ঘদিনের ব্যথার হাত থেকে বুমরা রেহাই পেয়েছেন বলেই শোনা যাচ্ছে।

ভারতীয় বোর্ডের তরফে ১৫ এপ্রিল এক বিবৃতিতে জানানো হয়েছিল, ‘যশপ্রীত বুমরা নিউজিল্যান্ডে সফলভাবে অস্ত্রোপ্রচার করিয়েছেন, যার পর থেকে তাঁর ব্যথাটা নেই। বিশেষজ্ঞরা তাঁকে অস্ত্রোপ্রচারের ছয় সপ্তাহ পর রিহ্যাব শুরু করার পরামর্শ দিয়েছেন। সেইমতো বুমরা শুক্রবার থেকে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব শুরুও করে দিয়েছেন।’ এবার সম্ভবত তাঁর জাতীয় দলে ফেরার প্রক্রিয়া শুরু হল। প্রসঙ্গত. বুমরা বহুদিন ধরেই জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে বোলিং অনুশীলন করছিলেন। তবে দীর্ঘ চোটের পর তাঁকে তড়িঘড়ি মাঠে নামানোর জন্য একেবারেই আগ্রহী নয় বিসিসিআই। সেই কারণেই তিনি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দলেও নেই।

টেস্ট চ্যাম্পিয়নশিপের পুরস্কারমূল্য 

সামনের মাসেই ইংল্যান্ডের ওভালে আয়োজিত হতে চলেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। ৭ থেকে ১১ জুন আয়োজিত সেই ম্যাচে ভারত ও অস্ট্রেলিয়া একে অপরের মুখোমুখি হবে। তার আগে শুক্রবার, ২৬ মে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসির তরফে ফাইনাল ম্যাচের পুরস্কারমূল্য জানিয়ে দেওয়া হল। 

ভারত-অস্ট্রেলিয়ার এই খেতাবি লড়াইয়ে জয়ী দল অর্থাৎ টেস্ট চ্যাম্পিয়নশিপজয়ী দল বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পুরস্কারস্বরূপ এক বিশেষ দণ্ড তো দেওয়া হবেই, পাশাপাশি ১.৬ মিলিয়ন মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় ১৩.৩২ কোটি) পুরস্কার মূল্যও পাবে। ফাইনালে পরাজিত দলকে আট লাখ মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় ৬.৫ কোটি)। আইসিসির তরফে টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২১-২৩ সাইকেলে মোট ৩.৮ মিলিয়ন মার্কিন ডলার (৩১.৪ কোটি ) পুরস্কারমূল্য দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে যা অংশগ্রহণকারী নয়টি দলের মধ্যেই ভাগ করে দেওয়া হবে।

আরও পড়ুন: রোজ একই সময়ে মাথায় ব্যথা হয় ? কোন গুরুতর রোগের ইঙ্গিত ?