Madan Mitra: সৌগত রায়ের বয়স হয়েছে, মাথায় চাপ পড়ছে: মদন

পুলিশি নিষ্ক্রিয়তা নিয়ে বারাকপুরের সাংসদ অর্জুন সিংয়ের পাশে দাঁড়ালেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। শনিবার রাতে বারাসতে এক দলীয় স্মরণসভায় যোগ দিতে এসে মদন মিত্র বলেন, অর্জুনের বিরোধিতা করলেন নিজের গায়েই থুতু পড়বে। একই সঙ্গে সৌগত রায়ের মাথায় চাপ পড়ছে বলে মন্তব্য করেন তিনি।

এদিন মদন মিত্র বলেন, অর্জুনের কথার জবাব দেওয়ার অওকাত আমার নেই। ও একজন সাংসদ, আমি সামান্য বিধায়ক। ওর পরিবার ৪০ বছর ধরে রাজনীতি করছে। তবে এটা বলতে পারি, যে অর্জুনের কথার বিরোধিতা করলে নিজের গায়েই থুতু পড়বে। সৌগতদার বয়স হয়েছে ওনার মাথায় চাপ পড়ছে।

মদন মিত্র আরও বলেন, ‘অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে হামলায় পুলিশি ব্যর্থতা তো আছেই। ওদের কাছে খবর ছিল না। মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশকে সব দিয়েছেন। তার পরেও পুলিশের বিরুদ্ধে অভিযোগ কেন উঠছে সেটা পুলিশই বলতে পারবে।’

বলে রাখি, বারাকপুরে সোনার দোকানে ডাকাতির সময় শ্যুটআউটের ঘটনায় পুলিশি ব্যর্থতার অভিযোগ তোলেন স্থানীয় সাংসদ অর্জুন সিং। বলেন, টিটাগড় থানার ওপর মানুষের ভরসা নেই। প্রতিক্রিয়ায় বর্ষীয়ান তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, অর্জুনের আইনশৃঙ্খলা নিয়ে না ভেবে রাজ্যের বকেয়া আদায় করতে কেন্দ্রকে চিঠি দেওয়া উচিত।