অভিষেকের কনভয়ে হামলায় তদন্তভার নিল CID, গ্রেফতার আরও ১

ঝাড়গ্রামে তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে হামলার ঘটনার তদন্তভার সিআইডিকে দিল রাজ্য সরকার। সোমবার এই ঘটনার তদন্তভার নেওয়ার পর আরও ১ কুড়মি নেতা গ্রেফতার হয়েছেন। বাকি ধৃতদের সঙ্গে তাঁকেও সোমবার ঝাড়গ্রাম আদালতে পেশ করা হবে।

শুক্রবার ঝাড়গ্রামের গড় শালবনিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে হামলা চালান কুড়মি আন্দোলনকারীরা। যদিও ঘটনার দায় নেয়নি কুড়মি নেতৃত্ব। এর পর শনিবার রাজেশ মাহাতোসহ ৮ জন কুড়মি নেতা-কর্মীকে গ্রেফতার করে পুলিশ। তাদের বিরুদ্ধে একাধিক গুরুতর ধারায় মামলা দায়ের করে আদালতে পেশ করে। আদালত তাদের ১ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়। সোমবার এই ঘটনার তদন্তভার পেয়ে ঝাড়গ্রাম থানায় যান সিআইডির গোয়েন্দারা। সেখান থেকে মামলার নথি সংগ্রহ করেন তাঁরা। ওদিকে তদন্তভার হাতে পেয়েই আরও এক কুড়মি নেতাকে গ্রেফতার করেন তদন্তকারীরা। শুক্রবারের ঘটনায় তিনিও জড়িত ছিলেন বলে অভিযোগ।

গত শুক্রবার ঝাড়গ্রামের গড়শালবনিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে থাকা একাধিক গাড়িতে ভাঙচুর চালান কুড়মি আন্দোলনকারীরা। লাঠি ও ইট দিয়ে ভেঙে দেন গাড়ির কাচ। ভাঙচুর হয় মন্ত্রী বিরবাহা হাঁসদার গাড়িও। এর পর শুরু হয় পুলিশি ধরপাকড়।