Adhirranjan Chowdhury: বাইরনকে আমরা প্রোডাক্ট বানিয়েছি, নইলে তৃণমূল পুঁছত না: অধীররঞ্জন

তৃণমূলে যোগদানকারী সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাসকে তীব্র আক্রমণ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী। তাঁর দাবি, বাইরনের দলবদলে কংগ্রেসে কোনও প্রভাব পড়বে না। পশ্চিমবঙ্গে কংগ্রেস এগিয়ে যাবে নিজের গতিতে।

এদিন অধীরবাবু বলেন, ‘বাইরন বিশ্বাসকে আমরা সুযোগ দিয়েছিলাম। সুযোগ দেওয়া কোনও অপরাধ নয়। সুযোগের অপব্যবহার করার জন্য যারা মাথা নিচু করে তারা অন্যায় করে’।

বাইরনের প্রতি অধীরের আবেদন, ‘আমি বলব বাইরন ভাই, অজুহাত দিও না। চলে গেছো ভালো কথা। আমরা সেজন্য তোমাকে গালাগালি দিচ্ছি না। আমরা তোমাকে বাজার দর তৈরি করে দিয়েছি। তার পর তৃণমূল তোমাকে কেনা বেচার জায়গায় গেছে। আমরা যদি না থাকতাম প্রোডাক্ট হিসাবে বাইরন বিশ্বাস তৃণমূলের কাছে গ্রাহ্য হত না। অকারণে কংগ্রেসকে অপমান না করে নিজের অভিষন্ধির দিকে তাকিয়ে কথা বলো, ভালো লাগবে। তুমি একটা ভালো পরিবারের ছেলে বলে বিশ্বাস করি। তোমার সততার ওপর আমার বিশ্বাস ছিল বলে টিকিট দিয়েছি’।

প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, ‘আমাদের জেদ আরও বাড়ল। বাংলার মানুষের কাছে তৃণমূল আরও নগ্ন হল। কে এল কে গেল দেখার দরকার নেই। পশ্চিমবঙ্গে কংগ্রেস এগিয়ে চলেছে। ভুল ত্রুটি শুধরে আরও সৎ লোককে আমরা টিকিট দেব’।

সোমবার পশ্চিম মেদিনীপুরের ঘাটালে তৃণমূলের নব জোয়ার কর্মসূচির শিবিরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে তৃণমূলে পতাকা নেন সাগরদিঘির বিধায়ক বাইরন। গত মার্চে কংগ্রেসের টিকিটে বামেদের সমর্থনে সাগরদিঘি উপনির্বাচনে জয়ী হন তিনি। এর পর গোটা রাজ্যে সাগরদিঘি মডেল নিয়ে চর্চা শুরু হয়।