Akhand Bharat in New Parliament: নয়া সংসদ ভবনের দেওয়ালে খচিত ‘অখণ্ড ভারত’-এর মানচিত্র, ভাইরাল হল ছবি

মাঝে মাঝেই বিজেপি নেতারা বিতর্ক উসকে দিয়ে ‘অখণ্ড ভারত’-এর রব তুলে থাকেন। আরএসএস এবং অন্যান্য হিন্দুত্ববাদী সংগঠনের গলাতেও শোনা যায় সেই সুর। আর এবার সরাসরি ভারতের সংসদেই স্থান পেল ‘অখণ্ড ভারত’-এর ধারণা। গতকালই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে উদ্বোধন হয় নয়া সংসদ ভবনের। সেই সংসদ ভবনেরই দেওয়ালে খচিত রয়েছে অখণ্ড ভারতের মানচিত্র। সেই মানচিত্রের ছবি পোস্ট করেছেন বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী। টুইট বার্তায় কন্নড় ভাষায় প্রহ্লাদ যোশী লেখেন, ‘অখণ্ড ভারতের সংকল্প স্পষ্ট।’ এদিকে এই মানচিত্রের ছবি পোস্ট করা হয়েছে কর্ণাটক বিজেপির তরফেও। সেখানে ক্যাপশনে লেখা, ‘এটি আমাদের গর্বিত মহান সভ্যতার প্রাণশক্তির প্রতীক।’

উল্লেখ্য, নয়া সংসদ ভবন নিয়ে বিতর্কের অন্ত নেই। প্রথমে সংসদের মাথায় বসানো অশোক স্তম্ভের সিংহের ‘হিংস্র’ মুখ নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। পরে সেই বিতর্কের জল গড়িয়েছিল আদালতের দোরগোড়া পর্যন্ত। তবে আদালত জানিয়ে দেয়, নয়া সংসদ ভবনের মাথায় বসানো সিংহ আইনবিরুদ্ধ নয়। এরপর সংসদ ভবনের উদ্বোধন নিয়েও কম বিতর্ক হয়নি। উদ্বোধনের আগেই কংগ্রেস সহ ২০টি বিরোধী দল অনুষ্ঠান বয়কটের ডাক দেয়। তাঁদের অভিযোগ ছিল, রাষ্ট্রপতির বদলে কেন প্রধানমন্ত্রী এই ভবনের উদ্বোধন করছেন। এদিকে সেঙ্গল প্রতিষ্ঠা এবং সেই রাজদণ্ডের ইতিহাস নিয়েও কংগ্রেস ও বিজেপির দ্বন্দ্ব বাঁধে। পরে উদ্বোধন অনুষ্ঠানের রীতি নিয়ে প্রশ্ন তোলেন শরদ পাওয়ার এবং আসাদউদ্দিন ওয়াইসির মতো প্রবীণ সাংসাদরা।

এদিকে গতকাল নয়া সংসদ ভবন উদ্বোধনের পর লোকসভায় বক্তৃতা রাখার সময় মোদী বলেন, ‘স্বাধীনতার ৭৫তম বর্ষপূর্তি উপলক্ষে অমৃত মহোৎসব পালন করছি আমরা। এই অমৃতকালে ভারতের জনগণ দেশের গণতন্ত্রকে এই সংসদ ভবন উপহার দিয়েছেন। স্বনির্ভর ভারতের উত্থানের সাক্ষী হবে এই নতুন সংসদ ভবন।’ প্রধানমন্ত্রী আরও বলেন, ‘বেশ কয়েক বছরের বিদেশি শাসন আমাদের থেকে আমাদের গর্ব কেড়ে নিয়েছিল। আজ ভারত সেই ঔপনিবেশিক মানসিকতাকে পেছনে ফেলে এসেছে।’ তাঁর কথায়, ‘পঞ্চায়েত ভবন থেকে সংসদ ভবন পর্যন্ত, আমাদের দেশ এবং এর জনগণের উন্নয়নই আমাদের অনুপ্রেরণা। আজ এই নতুন সংসদের নির্মাণে আমরা গর্বিত। আবার গত ৯ বছরে দেশের ৪ কোটি দরিদ্র মানুষের জন্য বাড়ি এবং ১১ কোটি টয়লেট নির্মাণের কথা ভাবলেও আমি অপরিসীম তৃপ্তি পাই।’ এদিকে নয়া সংসদ ভবনের উদ্বোধন প্রসঙ্গে মোদী বলেন, ‘নতুন সংসদের প্রয়োজন ছিল। আগামী সময়ে সাংসদদের সংখ্যা বাড়বে। সেটাও দেখতে হবে আমাদের। সেজন্য এখনই নতুন সংসদ তৈরি করতে হত।’