Bankura: অভিষেক জেলা ছাড়তেই বাঁকুড়ায় চাকরি গেল তৃণমূলের ৪ অঞ্চল সভাপতির

অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলা ছাড়তেই বৈঠকে বসেছিলেন তৃণমূলের বাঁকুড়ার নেতারা। তখন থেকেই জল্পনা চলছিল। শনিবার জেলায় ৪ অঞ্চল সভাপতিতে সরিয়ে দিল তৃণমূল। সাংগঠনিকভাবে নিষ্ক্রিয় হয়ে পড়ায় এই সিদ্ধান্ত বলে তৃণমূল সূত্রে জানা গিয়েছে। তবে বিজেপির দাবি, টাকা ভাগাভাগি নিয়ে বিবাদের জেরে এই সিদ্ধান্ত।

শনিবার বাঁকুড়া ২ নম্বর ব্লকের জুনবেদিয়া, মানকানালি, সানবাঁধা ও বিকনা অঞ্চলের সভাপতি বদলের কথা ঘোষণা করা হয়। তৃণমূলের তরফে জানানো হয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই পদক্ষেপ করা হয়েছে। যাদের সরানো হয়েছে তাদের জায়গায় নতুন অঞ্চল সভাপতি নিয়োগ করেছে দল।

শুক্রবার জেলায় দলের সাংগঠনিক পরিস্থিতি খতিয়ে দেখতে বৈঠকে বসেছিল তৃণমূল নেতৃত্ব। বৈঠকে ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি দিব্যেন্দু সিংহ মহাপাত্র, মন্ত্রী জ্যোৎস্না মান্ডি, সভাধিপতি মৃত্যুঞ্জয় মুর্মু, বিধায়ক অরূপ চক্রবর্তী প্রমুখ। সেই বৈঠকেই ৪ অঞ্চল সভাপতিকে সরানোর সিদ্ধান্ত হয় বলে জানা গিয়েছে। অভিষেকের সফরের আগেও বাঁকুড়ায় বেশ কয়েকটি জায়গায় তৃণমূলের অঞ্চল সভাপতি রদবদল হয়েছে।

যদিও এই রদবদলের পিছনে রাজনৈতিক কারণ রয়েছে বলে মানতে রাজি নয় বিজেপি। এক বিজেপি নেতা বলেন, ‘পুরোটাই তৃণমূলের ঘরোয়া কোন্দল। সম্ভবত এই অঞ্চল সভাপতিরা ঠিক মতো টাকা তুলে দিতে পারছিলেন না। তাই নতুন অঞ্চল সভাপতি নিয়োগ করতে হচ্ছে।’