Malaysia Masters 2023 Finals Live: HS Prannoy Defeats Weng Hong Yang To Claim First-ever BWF World Tour Title

সিঙ্গাপুর: কেরিয়ারের প্রথম ওয়ার্ল্ড ট্যুর খেতাব। ভারতের তরুণ শাটলার এইচ এস প্রণয় চ্যাম্পিয়ন হলেন মালয়েশিয়া মাস্টার্স খেতাবে। পুরুষদের সিঙ্গলসের ফাইনালে চিনের ওয়েং হং ইয়ংকে হারিয়ে খেতাব জিতে নেন প্রণয়। সেমিফাইনালে ওয়াক ওভার পেয়ে গিয়েছিলেন প্রণয়। ইন্দোনেশিয়ার ক্রিশ্চিয়ান আদিনাটা হাঁটুর চোটের জন্য সেমিতে নামতে পারেননি। ফলে প্রণয় ওয়াক ওভার পেয়ে ফাইনালে পৌঁছে গিয়েছিলেন। এবার ফাইনালে জিতে চ্যাম্পিয়ন হয়ে গেলেন তিনি।

ABP Ananda – Live TV

এদিনের খেলায় প্রায় ১ ঘণ্টা ৩৪ মিনিটের লড়াই শেষে মুখে হাসি ফোটে প্রণয়ের। তিনি তাঁর প্রতিপক্ষের বিরুদ্ধে জয় পান ২১-১৯, ১৩-২১, ২১-১৮ ব্যবধানে জিতে। প্রথম গেমে ৩১ মিনিটের লড়াই হয়েছিল ২ শাটলারের মধ্যে। দ্বিতীয় গেমে অবশ্য চিনের প্রতিপক্ষ ম্যাচে ফিরে আসেন। পিছিয়ে গিয়ে একটা সময়ে ৯-৯ সমতা ফিরিয়েছিলেন প্রণয়। কিন্তু দ্রুত ফের ম্যাচে ফিরে ১৩-২১ ব্যবধানে সেই গেম প্রণয়ের থেকে ছিনিয়ে নেন চিনের শাটলার। 

শেষ গেমেও ২-৫ ব্যবধানে একটা সময়ে পিছিয়ে পড়েছিলেন প্রণয়। কিন্তু সেখান থেকে ফের ম্যাচে ফেরেন তিনি। পরপর ২ পয়েন্ট ছিনিয়ে নেন। শেষ পর্যন্ত ২১-১৮ ব্যবধানে শেষ গেমে জিতে ম্যাচও পকেটে পুরে নেন এই ভারতীয় শাটলার। 

এর আগে সেমিতে বিশ্বের ৯ নম্বর প্রণয় প্রতিপক্ষের বিরুদ্ধে ১৯-১৭ তে এগিয়ে থাকার সময় আদানাটা হাঁটুতে চোট পেয়ে বসেন। প্রচণ্ড ব্যথার সঙ্গে কোর্ট ছাড়েন ইন্দোনেশিয়ান শাটলার।