পুলিশের গাড়িতে পিষ্ট হয়ে মৃত্যু কিশোরের, জনতা–পুলিশ খণ্ডযুদ্ধে রণক্ষেত্র নদিয়া

আজ, মঙ্গলবার পুলিশের গাড়ির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক কিশোরের। তিনজন একসঙ্গে পিষ্ট হয়েছিল বলে খবর। বাকি দু’‌জনের অবস্থাও আশঙ্কাজনক। মৃত্যু হয়েছে একজনের। এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল আলোড়ন ছড়াল নদিয়ার ধানতলা থানা এলাকার কুলগাছি গ্রামে। আর তার জেরে ক্ষুব্ধ জনতা পুলিশের গাড়ি ভাঙচুর, মারধর করে বলে অভিযোগ। গ্রামবাসীদের মারে দু’‌জন পুলিশ কর্মী আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে র‌্যাফ এবং বিশাল পুলিশ বাহিনী নেমেছে।

এদিকে পুলিশ এই কথা স্বীকার করছে না। বরং গরু চুরির অভিযোগ রয়েছে বলে পুলিশ পাল্টা অভিযোগ তুলেছে। এই ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্র হয়ে ওঠে নদিয়ার ধানতলা। অভিযুক্তদের মারধর করা হয়েছে বলে অভিযোগ। ঘটনাস্থলে গেলে পুলিশের সঙ্গে গ্রামবাসীদের খণ্ডযুদ্ধ বেঁধে যায়। পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়। তার জেরে দুই পুলিশ কর্মী আক্রান্ত হয়েছেন বলেও অভিযোগ। গ্রামবাসীদের পাল্টা অভিযোগ, পুলিশের গাড়ির চাকায় তিনজন পিষ্ট হন। আহতদের মধ্যে ১৫ বছরের এক কিশোরের মৃত্যু হয়। বাকি দু’‌জন রানাঘাট মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।

অন্যদিকে এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশের বিরুদ্ধে রণংদেহী মেজাজে ঝাঁপিয়ে পড়েন গ্রামবাসীরা। গরু চোরদের ধরার পরিবর্তে তিনজনকে পিষে দেওয়ার অভিযোগ তোলেন গ্রামবাসীরা। তাতেই ক্ষিপ্ত হয়ে পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়। এমনকী, পুলিশ কর্মীদের মারধর করা হয়েছে বলে অভিযোগ। এই উত্তপ্ত পরিস্থিতিতে কুলগাছি গ্রামে পুলিশ–জনতা খণ্ডযুদ্ধে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। এই ঘটনায় এলাকায় চাপা উত্তেজনা তৈরি হয়েছে। আরও বেশি সংখ্যায় পুলিশ নিয়ে আসা হয় বলেও খবর মিলেছে।

পুলিশ কী তথ্য পেয়েছে?‌ পুলিশ সূত্রে খবর, গরু চোর সন্দেহে গণপিটুনির অভিযোগ পেয়ে গ্রামে হানা দেওয়া হয়েছিল। তখন দু’‌জনের সঙ্গে পুলিশের গাড়ির ধাক্কা লাগে। কিন্তু কাউকে পিষে দেওয়া হয়নি। এমনকী তাতে মৃত্যু হয়েছে বলে কোনও কিছু ঘটেনি। কিন্তু গ্রামবাসীরা এমন অভিযোগ তুলে পুলিশের উপর আক্রমণ করেছে। তখন তাঁদের নিয়ন্ত্রণ করতে গেলে গাড়ি ভাঙচুর করা হয়। সরকারি সম্পত্তির উপর হামলা করা হয়। আর তাতেই উত্তপ্ত হয়ে ওঠে নদিয়ার কুলগাছি গ্রাম। এলাকায় র‌্যাফ ও বিশাল পুলিশ বাহিনী টহল দিতে শুরু করেছে।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup