BJP সমর্থক পরিবারের ওপর হামলার অভিযোগ TMC-র বিরুদ্ধে, ঘরছাড়া দম্পতি

বিজেপি সমর্থক পরিবারকে ঘরছাড়া করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। জেলার কোনও প্রত্যন্ত গ্রাম নয়, এই অভিযোগ এসেছে কলকাতা থেকে ঢিল ছোড়া দূরত্বে উত্তর ২৪ পরগনার রহড়ার রুইয়া থেকে। অভিযোগ, এক দম্পতিকে মারধর করে স্থানীয় এক তৃণমূল নেতা ও তাঁর পরিবার। পুলিশে অভিযোগ করায় ফের মারধর করে তাদের ঘরছাড়া করেন তাঁরা। উঠেছে শ্লীলতাহানির অভিযোগও। আক্রান্ত দম্পতির অভিযোগ, তাঁদের নিরাপত্তা দিতে কোনও ব্যবস্থা করছে না পুলিশ।

রুইয়ার বাসিন্দা রবীন্দ্রনাথ বিশ্বাস ও রূপা বিশ্বাসের অভিযোগ, বিজেপি সমর্থক হওয়ায় গত শনিবার তাঁদের বাড়িতে ঢুকে মারধর করেন এলাকার তৃণমূল নেতা শ্রীদাম বিশ্বাস ও তাঁর পরিবারের সদস্যরা। এমনকী রূপাদেবীর শ্লীলতাহানি করেন তিনি। রহড়া থানায় গিয়ে তাঁরা অভিযোগ দায়ের করেন। অভিযোগ, এর পর অভিযোগ প্রত্যাহারের জন্য লাগাতার তাদের ওপর চাপ আসতে থাকে। তাতে রাজি না হওয়ায় বৃহস্পতিবার ফের পরিবারটির ওপর হামলা চালানো হয়। মারের চোটে মাথা ফেটে যায় রূপাদেবীর। হাতে গুরুতর আঘাত পেয়েছেন রবীন্দ্রনাথবাবু। ওই ঘটনার পর থেকে ঘরছাড়া পরিবারটি। অভিযোগ, পুলিশ রূপাদেবীকে গোপন জবানবন্দি দিতে আদালতে নিয়ে গেলেও অভিযুক্তদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করেনি। যার ফলে বাড়ি ফিরতে পারছেন না তাঁরা।

অভিযোগ অস্বীকার করে তৃণমূল জানিয়েছে, এর সঙ্গে রাজনীতির যোগ নেই। এটা পারিবারিক ব্যাপার। রাজনৈতিক রং চাপিয়ে গুরুত্ব বাড়ানোর চেষ্টা হচ্ছে। ওই এলাকায় আরও বিজেপি সমর্থক পরিবার রয়েছে। তাদের কারও কোনও সমস্যা হয়েছে কি? রহড়া থানা থেকে এব্যাপারে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।