Borjora: বড়জোড়ায় বেসরকারি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, আহত ১৫ শ্রমিক, আশঙ্কাজনক ৭

বাঁকুড়ার বড়জোড়া শিল্পতালুকে ভয়াবহ দুর্ঘটনা। বেসরকারি সংস্থার ব্লাস্ট ফার্নেস বিস্ফোরণে ঝলসে গেলের ১৫ জন। তাদের মধ্যে ৭ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে। মঙ্গলবার সকাল ৯টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে। আহতদরে বড়জোড়া সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শ্রমিকরা জানিয়েছেন, মঙ্গলবার সকাল ৯টা নাগাদ তখন সবে সকালের শিফটের কাজ শুরু হয়েছে। ব্লাস্ট ফার্নেসের কাছে কাজ করছিলেন প্রায় ২৫ জন শ্রমিক। তখনই ব্লাস্ট ফার্নেসটিকে বিস্ফোরণ হয়। বিস্ফোরণে ঝলসে যান প্রায় ১৫ জন। তাদের সঙ্গে সঙ্গে উদ্ধার করে বড়জোড়া সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে যান অন্য শ্রমিকরা। দগ্ধদের মধ্যে ৭ জনের অবস্থা গুরুতর। তাদের বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে স্থানান্তরের চেষ্টা চলছে।

শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে কারখানার রক্ষণাবেক্ষণ নিয়ে আপত্তি জানিয়ে আসছিলেন তাঁরা। বারবার অভিযোগ সত্বেও এব্যাপারে কারখানা কর্তৃপক্ষ উদ্যোগী হয়নি বলে দাবি তাঁদের। এর জেরেই মঙ্গলবারের বিস্ফোরণ বলে অভিযোগ করেন তাঁরা। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। আহতদের ক্ষতিপূরণের দাবি তুলেছেন শ্রমিকদের একাংশ। তবে বিস্ফোরণের পর মুখে কুলুপ এঁটেছে হাসপাতাল কর্তৃপক্ষ। তাদের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।